আজকাল ওয়েবডেস্ক: সব ঠিকঠাক থাকলে পঞ্চম টেস্টে নামতে পারেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। তাঁর হাতের ক্ষত এখন সেরে গিয়েছে। ম্যানেজমেন্ট অর্শদীপকে দলে রেখেই দল সাজানোর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।
ওভালে অর্শদীপের অভিষেক হওয়ার আগে তাঁর ছেলেবেলার কোচ যশবন্ত রাই বলেন, ''দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলার স্বপ্ন সব ক্রিকেটারই দেখে। অর্শদীপও সেই স্বপ্নই দেখে।''
তিনি এখন পরিণত হয়ে গিয়েছেন। লাল বলের ফরম্যাটে এবার সুযোগ পাওয়া উচিত পঞ্জাবতনয়ের। অর্শদীপের অন্তর্ভুক্তি ভারতীয় দলের ভারসাম্য বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের আক্রমণের জোয়ারে ভেসে গেল বেহালা এস এস, ডার্বির পরের ম্যাচে হাফ ডজন গোলে জয় লাল-হলুদের
বিলেতের আবহাওয়ায় অর্শদীপের বোলিং কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। উইকেটের দুই প্রান্তে তিনি বল সুইং করাতে পারেন।
২৫ বছর বয়সি অর্শদীপ সিং দেশের জার্সিতে ৬৩টি টি-টোয়েন্টি এবং ৯টি ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্শদীপ সিং যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। ১৭টা উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফাইনালে ১৯-তম ওভার বল করেন অর্শদীপ। প্রোটিয়াদের মারার সুযোগই দেননি। সেই ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন তিনি। এহেন অর্শদীপের টেস্ট অভিষেক হতে চলেছে ওভালে।

ভারত সিরিজে পিছিয়ে রয়েছে ২-১-এ। ম্যানচেস্টারে ভারত একসময়ে হারের গন্ধ পেয়েছিল। কিন্তু ভারতীয় ব্যাটাররা ম্যাচ বাঁচিয়ে দেন। সেই ম্যাচে কম বিতর্ক হয়নি।
ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে নাটকীয় সমাপ্তি। ম্যাচ ড্র হলেও শেষে বিতর্কের ঘনঘটা। টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছে বুঝতে পেরে, আগেই হাত মিলিয়ে ম্যাচে ইতি টানতে চেয়েছিলেন বেন স্টোকস। কিন্তু রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর শতরানের দিকে এগোচ্ছে দেখে, আরও কয়েক ওভার খেলা চালিয়ে যেতে চেয়েছিল ভারতীয় দল। কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক তার কারণ খুঁজে পায়নি। যার ফলে তাঁর সঙ্গে জাদেজার কথা কাটাকাটি হয়। দুই ভারতীয় অলরাউন্ডার শতরানে পৌঁছনোর পর, ম্যাচে যবনিকা পড়ে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, জাদেজা এবং ওয়াশিংটনের সঙ্গে হাত মেলাতে চাননি স্টোকস। যা নিয়ে নেটমাধ্যমে তোলপাড় হয়ে যায়।

এবার আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে ওয়াশিংটনের শতরানের পর তাঁর এবং জাদেজার সঙ্গে হাত মেলাতে দেখা যায় স্টোকসকে। এমনকী নিজের এক্স হ্যান্ডেলে ইংল্যান্ডের অধিনায়কের পক্ষে সওয়াল করেন মাইকেল ভন। তিনি দাবি করেন, স্টোকসের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ওয়াশিংটনের শতরানের পর জাদেজা এবং তাঁর সঙ্গে হাত মেলাতে দেখা যায় ইংল্যান্ডের অধিনায়ককে। তবে তাতে পার পাননি স্টোকস। ম্যাচ আগে শেষ করে দেওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা তিনি করেন, সেই নিয়ে সমালোচিত হন। ম্যানচেস্টার টেস্ট শেষ হয়ে গেলেও স্টোকস কিন্তু এখনও সমালোচিত হয়ে চলেছেন। ওভাল টেস্টের বল গড়ানোর আগে বলে দেওয়াই যায়, পঞ্চম টেস্টে আরও একটা টেনশনের এবং হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে।
আরও পড়ুন: ৮ বলে ৫ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড চল্লিশ বছর বয়সী বোলারের
