আজকাল ওয়েবডেস্ক: 'ক্রিকেট ঈশ্বর' শচীন তেণ্ডুলকরের প্রতিকৃতি উন্মোচিত হল লর্ডসের এমসিসি স্টেডিয়ামে। লর্ডসে হচ্ছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। সেই স্টেডিয়ামে ঘণ্টা বাজিয়ে টেস্টের উদ্বোধনও করলেন শচীন। লর্ডস জুড়ে এদিন কেবল শচীন আর শচীন।
স্য়র ভিভিয়ান রিচার্ডস, স্যর ইয়ান বোথাম, শেন ওয়ার্ন, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, কপিল দেবদের সঙ্গে একই ব্র্যাকেটে বসে পড়লেন মাস্টার ব্লাস্টার।
বেল বাজিয়ে টেস্ট ম্যাচ শুরু করার আগে এমসিসি মিউজিয়ামে একটি অনুষ্ঠানে শচীনকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এমসিসি সভাপতি মার্ক নিকোলাস। নিজের প্রতিকৃতি উন্মোচন করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। প্রতিকৃতিটি এখন আইকনিক ভেন্যুতে কিংবদন্তিদের সঙ্গে স্থান করে নিয়েছে।
আরও পড়ুন: হার দিয়ে রিয়ালে শেষ হল মদ্রিচ রূপকথা, আবেগঘন ছবি মাঠে
শচীনের প্রতিকৃতিটি এঁকেছেন স্টুয়ার্ট পিয়ার্সন রাইট। ১৮ বছর আগে এই ছবিটি তোলা হয়েছিল। চলতি বছরের শেষ পর্যন্ত এমসিসি-র মিউজিয়ামে তা রাখা থাকবে। তার পরে প্যাভিলিয়নে রাখা হবে ওই প্রতিকৃতিটি। শুধু শচীন নন, স্টুয়ার্ট পিয়ার্সন এঁকেছেন কপিল দেব, বিষেণ সিং বেদী ও দিলীপ ভেঙ্গসরকারের ছবি।
A very special morning with @sachin_rt at the Home of Cricket.@bcci @englandcricket pic.twitter.com/jw3Y4swYvw
— Lord's Cricket Ground (@HomeOfCricket)Tweet by @HomeOfCricket
তবে শচীনের ছবিটি বাকিদের থেকে ভিন্ন। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বাকিদের মতো ফুল লেন্থ নয়, শচীনের ছবিটি কেবল তাঁর মাথা থেকে কাঁধ পর্যন্ত রয়েছে। মাস্টার ব্লাস্টারের 'লার্জার দ্যান লাইফ' ভাবমূর্তি ফুটিয়ে তুলতেই কাঁধ পর্যন্ত এই ছবিটি আঁকা হয়। স্টুয়ার্ট পিয়ার্সন নিজেও জানান এমসিসি থেকে শচীনের ছবিটি বাকিদের থেকে ভিন্ন করার কথা বলা হয়েছিল।
তেণ্ডুলকর বলেন, ''দারুণ সম্মান। ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জিতেছিল। সেটাই আমার লর্ডসের সঙ্গে প্রথম পরিচয়। সেই মুহূর্তটি আমার ক্রিকেট যাত্রার সূচনা করেছিল। আজ,প্যাভিলিয়নের ভিতরে আমার প্রতিকৃতিটি প্যাভিলিয়নে জায়গা পেয়েছে। মনে হচ্ছে যেন পুরো বৃত্ত সম্পূর্ণ হল। এটা সব অর্থেই স্পেশ্যাল।''
আরও পড়ুন: কার মুখোমুখি হতে ভয় পেতেন ধাওয়ান? ভারতের প্রাক্তন ওপেনার নাম নিলেন দুই ভয়ঙ্কর পেসারের
