ভেবেছিলেন সোনার আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেবেন প্রেমিকাকে। যাতে প্রেমিকা চমকে ওঠেন তার জন্য সেই আংটি লুকিয়ে রেখেছিলেন কেকের ভিতর। ভেবেছিলেন খাবারের মধ্যে দিয়ে প্রেমের কাব্য রচনা করবেন দু'জনে। কিন্তু 'সে কেকে বালি'। ক্ষুধার রাজ্যে যে পৃথিবী সত্যিই গদ্যময় তা হাড়ে হাড়ে টের পেলেন প্রেমিক প্রবর। খিদের তাড়নায় আংটি সমেত কেক খেয়ে ফেললেন প্রেমিকা। এমনই ঘটনা ঘটেছে চীনে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই গোটা বিষয়টি হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
গোটা ঘটনা যাকে কেন্দ্র করে সেই তরুণী নিজেই ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন সমাজমাধ্যমে। দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা লিউ নামের ওই তরুণী লিখেছেন "পুরুষরা, দয়া করে বিয়ের আংটি খাবারের ভিতর লুকিয়ে রাখবেন না।" ঘটনার বিস্তারিত বিবরণও দিয়েছেন তরুণী। জানিয়েছেন, এক সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতে তাঁর মারাত্মক খিদে পেয়ে যায়। বাড়ি এসে দেখেন তাঁর মাংসের তৈরি একটি ফ্লস কেক তৈরি করেছেন প্রেমিক। খিদের তাড়নায় প্রেমিককে জিজ্ঞেস না করেই গোগ্রাসে কেক খেতে শুরু করেন তিনি। বেশ কিছুটা কেক খাওয়ার পর আচমকা শক্ত কিছু গলায় আটকায় তাঁর। তখনই ঘাবড়ে গিয়ে প্রেমিককে ডাকেন তিনি।
প্রেমিক এসে কেক পরীক্ষা করেই বুঝতে পারেন, তরুণীর গলায় আটকে থাকা ধাতব বস্তুটি আসলে লুকিয়ে রাখা আংটি। শেষ পর্যন্ত কোনওক্রমে তরুণীর গলা থেকে আংটি বার করা হয়। তবে বিপত্তির শিকার হলেও প্রেমিকের প্রস্তাবে না করেননি লিউ। গোটা বিষয়টি মজার ছলেই নিয়েছেন তিনি।
