আজকাল ওয়েবডেস্ক: আধুনিক জীবনের নিত্যসঙ্গী মোবাইল ফোন। হোয়াটসঅ্যাপ, ইমেল, ছবি তোলা, গান শোনা, ভিডিও দেখা, এক মুহূর্তও যেন মোবাইল ছাড়া কাটে না। অনেকে আবার সকালে টয়লেটে বসে অফিসের কাজ এগিয়ে রাখেন। এমনকী বাথরুমেও সটান মোবাইল নিয়ে প্রবেশ করে যান অনেকেই। তারপর বিভিন্ন ক্রিয়া সারতে সারতে চলে মোবাইল ব্যবহার। আর দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলতে থাকলেই শরীরের বারোটা বাজতে বেশি সময় নেয় না। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, ফোন নিয়ে বাথরুমে প্রবেশ করা কেবল খারাপ অভ্যাসই নয়। এটি শরীরের পক্ষেও ভীষণ ক্ষতিকর। অজান্তে বাসা বাঁধতে পারে জটিল রোগও!
গবেষকেরা জানাচ্ছেন, মোবাইলের কভার রাবারের তৈরি। সেখানে বাসা বাঁধে যাবতীয় ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটিরিয়া। বাথরুমের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ঙ্কর ব্যাকটিরিয়া। পরবর্তীকালে হাত থেকে মুখে ওই ব্যাকটেরিয়া প্রবেশ করার আশঙ্কা থাকে। থেকে হতে পারে টাইফয়েডের মতো রোগ।
এছাড়াও বাথরুমে মোবাইল ব্যবহার করলে হতে পারে হজমের সমস্যা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন! দীর্ঘসময় ধরে মোবাইল হাতে ধরে টয়লেটে বসে থাকলে মলদ্বার সহ দেহের অভ্যন্তরের অঙ্গেও বাড়তি চাপ পড়ে। যা থেকে হতে পারে ফিসার ও পাইলস-এর সমস্যা।
সারা দিনের কাজকর্মের পর বাথরুমেও মোবাইলের দিকে নজর থাকলে নিজেদের মন ও শরীর কোনটাই ঠিকমতো বিশ্রাম পায় না। ফলে শরীর খুব অল্পতেই দুর্বল হয়ে পরে।অনবরত মোবাইলের স্ক্রিনের দিকে নজর থাকার জন্য ঘাড়ে ও শিরদাঁড়াতেও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
