আজকাল ওয়েবডেস্কঃ রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন আগামী জীবনের। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। 

আজ রবিবার ১৫ ডিসেম্বর। চাঁদ আজ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করবে। সূর্য আজই বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ পূর্ণিমা তিথি। রবিবার দুপুর ২টো ৩১ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। তারপর পড়বে পৌষ কৃষ্ণা প্রতিপদ তিথি। এই তিথিতে শুভ যোগ ও শুক্লা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ২টো ২০ মিনিট পর্যন্ত থাকবে মৃগশিরা নক্ষত্র, তারপর থাকবে আর্দ্রা নক্ষত্র। আজ সকাল ৭টা ৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৬ মিনিটে সূর্যাস্ত হবে। এই বিশেষ দিনে জানুন এই চার রাশির জাতক জাতিকাদের রাশিফল। 

মিথুন রাশি: শরীর-স্বাস্থ্য নিয়ে আজ সমস্যায় ভুগতে হতে পারে। জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। কোনও কাজেই আত্মতৃপ্তি পাবেন না। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। সন্তানদের নিয়ে গর্বিত হবেন। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। অপ্রাসঙ্গিক কোনও বিষয়ে মন্তব্য না করাই আজ ভালো হবে।

কন্যা রাশি: গুপ্ত শত্রুর বিষয়ে আজ সচেতন থাকুন। চর্মরোগ ও হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। হাঁটাচলা করতে অসুবিধা হবে। আজ কোনও অলৌকিক সাহায্য পেয়ে আপনার ভাগ্যোন্নতি হতে পারে। ব্যবসাক্ষেত্রে লাভের ইঙ্গিত থাকছে। চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা পেতে একটু বিলম্ব হতে পারে। 

কুম্ভ রাশি: ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি ওয়াকিবহাল হন।দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে। সন্তানের মতিগতির উপর নজর রাখুন। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন। 

মীন রাশি: সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে।
আইনি সমস্যায় পড়তে পারেন। প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। তাই সাহসী মনোভাব বজায় রাখতে হবে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। আমাশয়-জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। বাড়ির পরিবেশ অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। উচ্চশিক্ষার ব্যাপারে হঠাৎ বিশেষ সুযোগ আসতে পারে।