আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুমে ঘন ঘন অসুস্থ হওয়া অস্বাভাবিক নয়। জ্বর সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা লেগেই থাকে। চিকিৎসকদের মতে এই সময় ইমিউনিটির দিকে বেশি নজর দেওয়া উচিত। শীতে ঘন ঘন খিদে পায়। শরীর সক্রিয় রাখতে ডায়েটে কি খাবার রাখছেন সেই বিষয়টাতে গুরুত্ব দেওয়া দরকার। সেক্ষেত্রে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস খুবই উপকারী। এগুলো শুধু আপনাকে সক্রিয় রাখতে সাহায্য করে না বরং আপনার ত্বক ও সার্বিক স্বাস্থের উন্নতি করে। কি খাবেন?
আলমন্ড বা কাঠবাদাম হল ড্রাইফ্রুটসের রাজা। রাত্রে কাঠবাদাম ভিজিয়ে রাখুন। খোসা ছাড়িয়ে তিন চারটি খান। খোসা ছাড়িয়ে এটি খাওয়া ভাল তাতে হজমের অসুবিধা হয় না।
সন্ধের স্ন্যাকসে বা ব্রেকফাস্টে ওটস -এর সঙ্গে বাদে রাখুন কাজুবাদাম। এটি ত্বকের জন্যও উপকারী। ডায়াবেটিস কোলেস্টেরল কিংবা ওবেসিটির সমস্যা থাকলে দুটোর বেশি খাবেন না।
আখরোট খেতে পারেন। এটি পড়ুয়াদের জন্যও ভাল। তবে মুঠো মুঠো খাওয়া যাবে না। সারাদিনে চার থেকে পাঁচটি খেতে পারেন। এটি ত্বক ও চুল মসৃণ রাখতে সাহায্য করে।
শীতের সময় আরও একটি সুপার ফুড হলো আঞ্জির। এটি আয়রন, ফাইবার ও খনিজ গুণে ভরপুর।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেস্তা রাখুন পাতে। বাদাম ত্বকের জন্য উপকারী।
তবে শুধু সুপারফুড খেলেই হবে না সঙ্গে অন্যান্য ফল শাকসবজি এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তবেই শীতের মরশুমে বজায় থাকবে আপনার ইমিউনিটি।
আলমন্ড বা কাঠবাদাম হল ড্রাইফ্রুটসের রাজা। রাত্রে কাঠবাদাম ভিজিয়ে রাখুন। খোসা ছাড়িয়ে তিন চারটি খান। খোসা ছাড়িয়ে এটি খাওয়া ভাল তাতে হজমের অসুবিধা হয় না।
সন্ধের স্ন্যাকসে বা ব্রেকফাস্টে ওটস -এর সঙ্গে বাদে রাখুন কাজুবাদাম। এটি ত্বকের জন্যও উপকারী। ডায়াবেটিস কোলেস্টেরল কিংবা ওবেসিটির সমস্যা থাকলে দুটোর বেশি খাবেন না।
আখরোট খেতে পারেন। এটি পড়ুয়াদের জন্যও ভাল। তবে মুঠো মুঠো খাওয়া যাবে না। সারাদিনে চার থেকে পাঁচটি খেতে পারেন। এটি ত্বক ও চুল মসৃণ রাখতে সাহায্য করে।
শীতের সময় আরও একটি সুপার ফুড হলো আঞ্জির। এটি আয়রন, ফাইবার ও খনিজ গুণে ভরপুর।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেস্তা রাখুন পাতে। বাদাম ত্বকের জন্য উপকারী।
তবে শুধু সুপারফুড খেলেই হবে না সঙ্গে অন্যান্য ফল শাকসবজি এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তবেই শীতের মরশুমে বজায় থাকবে আপনার ইমিউনিটি।
