আজকাল ওয়েবডেস্কঃ চুল পড়ার সমস্যা ছেলে মেয়ে সকলের থাকে। ইদানিং কম বয়সেই অনেকের মাথার চুল পড়ে একেবারে টাক হয়ে যায়! দামি তেল, সিরাম, শ্যাম্পু মেখেও চুল পড়া বন্ধ হয় না। এমন এক ঘরোয়া টোটকা রয়েছে যা জানলে আপনি ঘরে বসেই কম খরচে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শুধু তাই নয়, এই টোটকায় টাক মাথাতেও চুল গজাবে। কীভাবে জানুন।
একটি পাত্রে একটি গোটা পেঁয়াজকে ঘষে গ্ৰেট করে নিন খুব মিহি করে। ছাঁকনিতে ছেঁকে তার থেকে পেঁয়াজের রস বের করে নিন। আলাদা পাত্রে দু'চামচ করে অ্যালোভেরা জেল ও নারকেল তেল নিন। ভাল করে মিশিয়ে নিন। সঙ্গে পেঁয়াজের রস মেশাতে থাকুন। আপনার চুল সরিয়ে স্ক্যাল্পে কটন বল দিয়ে লাগান এই মিশ্রণ। আধঘন্টা বাদে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
পেঁয়াজে সালফারের পরিমাণ বেশি। এই খনিজটি নতুন চুল গজানোর ক্ষেত্রে বিশেষ ভাবে কাজ করে। পেঁয়াজের রস চুলের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কেরাটিন উৎপাদনের হার বাড়িয়ে তুলতেও সাহায্য করে। এ ছাড়া পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান। যা মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ হতে দেয় না। ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এই সব্জিতে। যা শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখে। ফলে চুলের ফলিকলগুলি ক্ষতিগ্রস্ত হয় না। স্ক্যাল্পের জ্বালা-চুলকানি কমাতে এবং খুশকি প্রতিরোধ করতে ভরসা রাখেন পেঁয়াজের রসে। এটি বাঙালির রূপটানে খুব জনপ্রিয় একটি ঘরোয়া টোটকা। তাঁরা বিশ্বাস করেন, পেঁয়াজের রস নিয়মিত স্ক্যাল্পে মাসাজ করলে জ্বালাভাব কমবে। এমনকী ছত্রাক সংক্রমণও নিয়ন্ত্রণে চলে আসবে। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান পাওয়া যায়, যেগুলি সংক্রমণ কমাতে পারে। পেঁয়াজের মধ্যে রয়েছে ‘কোয়ারসেটিন’ নামক একটি অ্যান্টিঅক্সিড্যান্ট। যা মাথার ত্বকের প্রদাহ নাশ করতে সাহায্য করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল রাখতেও সাহায্য করে। এই সমস্ত ফ্যাক্টর নতুন চুল গজাতে সাহায্য করে।
