আজকাল ওয়েব ডেস্ক: পুজোর সময়ে আনন্দে মেতে ওঠে বাঙালি। ছোট-বড় নির্বিশেষে বছরের এই ক’টা দিন চুটিয়ে উপভোগ করতে চান সকলে। আর সেজেগুজে প্যান্ডেল হপিং করতে গিয়ে ছবি না তুললে সবই মাটি! আজকাল সেলফি তোলার হিড়িকই বেশি চোখে পড়ে। তাই নিজস্বী তোলা চাই নিঁখুত। সঠিক নিয়ম জানলে সাজ যেমনই হোক, সেলফিতেই করা যায় বাজিমাত। সেক্ষেত্রে কীভাবে সেলফি তুলে নজর কাড়বেন? জেনে নিন সেই বিষয়ে-

ব্যাক ক্যামেরায় ছবি তোলা হোক কিংবা সেলফি, সবটাই নির্ভর করে আলোর উপর। তাই আলোর উৎসের দিকে মুখ করে সেলফি তুললে ছবি সবসময়েই ঝকঝকে আসবে। 

সাধারণত মোবাইলের সেলফি ক্যামেরার মেগাপিক্সেল খুব কম না হলে সেলফি ছবি বেশ ভাল আসে। সেক্ষেত্রে শুধু কয়েকটা বিষয় মনে রাখা জরুরি। যেমন খুব বেশি রঙিন ঝলমলে আলোয় সেলফি ভাল আসে না। তাই স্বাভাবিক আলোয় ছবি তোলাই শ্রেয়।

সেলফি তোলার সময়ে আলোর অ্যাঙ্গেল ঠিক রাখতে হবে। অর্থাৎ আলো কোন দিকে তা পোজ দেওয়ার আগে দেখে নিন। দিনের বেলায় সূর্যের আলোয় আর রাতে প্যান্ডেলের আলো বা রাস্তার আলো সেলফি তোলার জন্য বেছে নিতে পারেন।

হলুদ আলোয় ছবি ভাল ওঠে। তাই পুজোর মণ্ডপে কোথাও হলুদ আলো পেলে সেলফি তুলতে পারেন। সাদা আলোও ছবির জন্য ভাল। তবে লাল, নীল সেলফি তুললে তা অন্ধকার, কালো আসতে পারে।

ফোনের সাধারণ ক্যামেরার বদলে ফিল্টার দিয়েও সেলফি তুললে যে ছবি বেশি ঝকঝকে আসবে তা বলাই বাহুল্য। আবার এডিট করার জন্যও কোনও ভাল অ্যাপও নামাতে পারেন। তবে মনে রাখবেন খুব বেশি এডিট করলে যে কোনও ছবির স্বাভাবিকত্ব নষ্ট হবে।