আজকাল ওয়েবডেস্কঃ আজকাল অল্প বয়স থেকেই ত্বকের সমস্যা মাথাচাড়া দেয়। কারওর পিছু ছাড়ে না ব্রণ, কারওর আবার উঁকি মারে বলিরেখা, অকালেই হারান ত্বকের জৌলুস। যার জন্য অনেকে বাজারচলতি প্রসাধনীর উপর ভরসা করেন। কিন্তু তাতেও তেমন সুফল মেলে না। তবে দিদা-ঠাকুমার রূপটানে রাতারাতি ফিরতে পারে ত্বকের জেল্লা। কোন কোন ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে পাবেন ঝাঁ-চকচকে ত্বক? জেনে নিন-
• ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে অ্যালোভেরার ফেসপ্যাকের জুড়ি মেলা ভার। যার জন্য অ্যালোভেরা পাতা থেকে রস বের করে নিন। মুখে সরাসরি সেই রস লাগাতে পারেন। তারপর আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে রোজ এই ফেসপ্যাক লাগালেই হাতেনাতে ফল পাবেন।
• মুখের ত্বকের জেল্লা ফেরাতে পেঁপের ফেসপ্যাক কার্যকরী। কয়েকটি পাকা পেঁপের টুকরো করে পেস্ট বানিয়ে নিন। সেই পেস্টে ১ চা চামচ মধু মিশিয়ে নিলেই তৈরি পেঁপের ফেসপ্যাক। ২০ মিনিট প্যাকটি লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্ততপক্ষে দু' দিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই পার্থক্য বুঝতে পারবেন।
• পুরনো দিনে হেঁশেলের কাজকর্মের ফাঁকে খানিকটা বেসন মুখে মেখে নিতেন গৃহিনীরা। আর তাতেই ত্বকের জেল্লা বাড়ত দ্বিগুণ হারে। বেসনের ঘরোয়া ফেসপ্যাকও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সিদ্ধহস্ত। ২ চা চামচ বেসনের সঙ্গে গোলাপ জল এবং দই মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। আধ ঘণ্টা লাগিয়ে রাখুন ওই ফেসপ্যাক। তারপর অল্প জল নিয়ে মুখে সার্কুলার মোশনে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে নিন।
