আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতির নিয়মে বার্ধক্য একদিন আসবেই। সময়ের আগে এলে তা মোটেই সুখকর নয়। বেশ কয়েক বছর আগেও, কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা খুব একটা দেখা যেত না। আজকাল পরিবর্তিত জলবায়ু, অতিরিক্ত দূষণ সহ বিভিন্ন কারণে বয়স ৪০-এর কোটা পেরতে না পেরতেই চেহারায় পড়ছে বার্ধক্যের ছাপ, জেল্লা হারাচ্ছে ত্বক। যার জন্য নামীদামি প্রসাধনী বাদ দিন, ঘরোয়া একটি ক্রিমে ভরসা রাখলেই দারুণ উপকার পাবেন। জানুন কীভাবে বানাবেন-

উপকরণ:
চাল, গোপাল জল, অ্যালোভেরা জেল, এক চামচ নারকেল তেল, এক চামক কাঁচা দুধ, একটি ভিটামিন ই ক্যাপসুল।

কীভাবে তৈরি করবেন:

প্রথমে খানিকটা চাল ভালভাবে ধুয়ে গোলাপ জলে ২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর গোলাপ জল সহ চালের পেস্ট তৈরি করে নিন। মিশ্রণের মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ নারকেল তেল, এক চামচ কাঁচা দুধ এবং একটি ভিটামিন ই ক্যাপসুল খুব ভালভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি পাত্রে করে ফ্রিজে রেখে দিন। একসঙ্গে দিন পনোরো ব্যবহারের মতো বানাতে পারেন। এই ঘরে বানানো ক্রিমটি রোজ রাতে শোওয়ার আগে মুখে মাখুন। কয়েক দিনের মধ্যেই ত্বকের পরিবর্তন খেয়াল করবেন।

বাড়িতে বানানো এই নাইট ক্রিম অ্যান্টি এজিংয়েরও কাজ করবে। মুখের দাগছোপ দূর করতে সাহায্য করবে। জিনগত বৈশিষ্ট্যের কারণে একেক জনের ত্বক একেক রকম। কোরিয়া বা চিনের মানুষদের জিনগত বৈশিষ্ট্যের কারণে তাঁদের ত্বকের ধরন আমাদের চেয়ে আলাদা। যাতে প্রভাব রয়েছে আবহাওয়ারও। কোরিয়ানদের মতো ত্বক পেতে চাইলে আজ থেকেই ব্যবহার করুন এই নাইট ক্রিম।