আজকাল ওয়েবডেস্ক: গরম পড়তে না পড়তেই বেড়ে যায় পোকা-মাকড়ের উপদ্রব। মশা মাছি তো বটেই, ঘরের কোণে, ফ্রিজের পিছনে, এসির গোড়ায় যত্রতত্র দেখা মেলে ঝুল আর মাকড়শার। অনেকেই দেখামাত্রই তেড়ে যান, তৎক্ষণাৎ মেরে ফেলেন মাকড়শা। কিন্তু জানেন কি বিশেষজ্ঞরা কিন্তু সাবধান করছেন, সাফ বলছেন এভাবে মাকড়সা নিধন করা একেবারেই ঠিক নয়।
সম্প্রতি একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ‘পেস্ট কন্ট্রোল’ তথা পোকা মাকড় নিয়ন্ত্রণ করার বিশেষজ্ঞ দীপক শর্মা দাবি করেছেন, দেখা মাত্রই মাকড়সা মেরে ফেলা উচিত না। তাঁর বক্তব্য, পোকা মাকড় নিয়ন্ত্রণের আগে নেপথ্যের কারণ জানতে হবে। গরমকালে বিভিন্ন ধরনের পোকার সংখ্যা এতো বেড়ে যায় যে মাকড়শার জন্য প্রচুর খাবার জমা হয়। একটি মাকড়সা হাজার হাজার পোকা খেতে ফেলতে পারে। তাতে আদতে সেই সব পোকা নিয়ন্ত্রণে থাকে। উপকার হয় গৃহস্থের। অর্থাৎ মাকড়শার সংখ্যা বৃদ্ধি আদৌ মূল সমস্যা নয়, পোকা বেড়ে যাওয়ার সমস্যার উপসর্গ। পোকা নিয়ন্ত্রণ করতে পারলে আপনাআপনি কমে যাবে মাকড়সা।
এছাড়াও বিশেষজ্ঞের দাবি, বেশ কিছু প্রজাতির মাকড়সা পিঠে করে ডিম নিয়ে ঘোরে। মাকড়সা মারতে গেলে এই ডিম ছড়িয়ে পড়ে ফলে আরও বেড়ে যায় মাকড়সার সংখ্যা। যদি তাড়াতেই হয় তবে পেপারমিন্ট স্প্রে কিংবা লেবুর রস স্প্রে করতে পারেন। নিজে থেকেই দূর হবে মাকড়সা।
