সংবাদসংস্থা মুম্বই: তিনি বলিউডের 'উ অন্তাভা' গার্ল, সামান্থা রুথ প্রভু! ব্যতিক্রমী অনস্ক্রিন উপস্থিতির জন্য তিনি জনপ্রিয়। বাস্তব জীবনে তিনি সম্পূর্ণ ফিটনেস ফ্রিক। অভিনেত্রী প্রায়শই তাঁর ট্রাভেল ও ওয়ার্কআউটের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ৩১ মে, নিজের ওয়েট ট্রেনিংয়ের বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিস্ট মোড অন'! ফিরছি তাড়াতাড়ি। এটা একটা সত্যিকারের স্ট্রাগল।'
শারীরিক বিকাশ এবং মানসিক সুস্থতা সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়ে মাঝে মধ্যেই অনুরাগীদের অনুপ্রেরণা দেন সামান্থা। শেয়ার হওয়া ভিডিওতে 'যশোদা' অভিনেত্রীকে ৪২ কেজির ভারী বেঞ্চ প্রেস লিফট করতে দেখা গিয়েছে। ওয়ার্কআউট সেশনে অভিনেত্রীর সঙ্গে ছিলেন প্রশিক্ষক জুনায়েদ শেখ। যিনি দীর্ঘদিন ধরে ফিটনেস টিপস দিচ্ছেন সামান্থাকে।
গত বছরের কথা, মায়োসাইটিসে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। এটি একটি অটোইমিউন ডিসঅর্ডার যা একজনের পেশী দুর্বল করে দেয় । শারীরিক অসুস্থতার কারণেই কাজ থেকে এক বছরের বিরতি নিয়েছিলেন তিনি। এই সময়টাতে তিনি শরীরের খেয়াল রাখতে চান। আর সেটাই তিনি মন দিয়ে করছেন। হয়তো খুব তাড়াতাড়ি আবার তাঁকে দেখা যাবে শুটিং ফ্লোরে। পোস্টে তেমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।