আজকাল ওয়েবডেস্ক: গোটা পৃথিবীতে তাঁর কণ্ঠ স্বরের ভক্ত কোটি কোটি মানুষ, আর তিনি ভক্ত এমন এক ককটেলের যার নাম শুনলেই চোখ কপালে উঠে যেতে পারে সাধারণ মানুষের। মার্কিন গায়িকা জেসিকা সিম্পসন সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের গলা ভাল রাখার জন্য এমন এক টোটকা প্রয়োগের কথা বলেছেন যাতে হুলস্থুল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
৪৪ বছর বয়সি মার্কিন গায়িকা সম্প্রতি জানিয়েছেন, গলা ভাল রাখতে তাঁর পছন্দ একটি চৈনিক ককটেল। এই ককটেল সাধারণ ভাবে তৈরি হয় না, ককটেলটিতে মেশানো থাকে সাপের শুক্রাণু! জেসিকা নিজের ভিডিওতে দাবি করেন, ভোকাল কর্ড ভাল রাখার জন্য তাঁকে তাঁর গানের শিক্ষক একটি বিশেষ পানীয় পান করার পরামর্শ দেন। তিনিও সেই পানীয় নিয়ম করে পান করতেন। তখন অবশ্য তার উপাদান সম্পর্কে খুব একটা ধারণা ছিল না তাঁর। হঠাৎ করেই একদিন তাঁর এক বন্ধু তাঁকে প্রশ্ন করেন, “এটা তুমি কী খাচ্ছ!” নির্বিকার চিত্তে তিনি জানান, এটা একটা চিনা শরবত। কিন্তু তখনই সেই বন্ধু ফাঁস করেন আসল রহস্য, যে ওই পানীয়তে সাপের শুক্রাণু মেশানো হত।
তবে বিষয়টি জানার পরেও খুব একটা ঘাবড়ে যাননি গায়িকা। প্রায় ২ কোটি বিক্রি হওয়া সঙ্গীতের অ্যালবাম রয়েছে তাঁর। কাজেই শরবতে যে তাঁর খুব একটা ক্ষতি হয়নি সেটা নিজেই স্বীকার করেছেন জেসিকা। মজা করে বলেছেন, “যদি ভাল গলা পেতে চাও, তাহলে সাপের শুক্রাণু খাও।”
