আজকাল ওয়েবডেস্ক: আধুনিক রোজনামচায়, গাড়ি এখন বিলাসিতা নয় মোটেও। ব্যস্ত দিনে সময়ে সব কাজ মুটিয়ে ফেলার অন্যতম প্রয়োজন। কিন্তু আপনি কী জানেন, গাড়ির মধ্যে রয়েছে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক?
সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, গাড়ির ভেতর ক্ষতিকারক রাসায়নিক ধোঁয়া তৈরি হয়। এগুলো চোখে দেখা যায় না। কারণ গাড়ির কেবিনের জন্য ব্যবহৃত উপকরণগুলি (সিট ফোম, রাবার, অগ্নি প্রতিরোধক পদার্থ) গ্রীষ্মকালে প্রখর সূর্যের তাপের সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়া করে। এগুলি হরমোন সিস্টেম, স্নায়বিক এবং প্রজননের জন্য ক্ষতিকারক।
ক্ষতিকারক রাসায়নিক যা ক্যান্সার সৃষ্টি করতে পারে তার ৯৯ শতাংশ গাড়ির কেবিনের বাতাসে থাকে। গাড়ির চালকদের পাশাপাশি শিশু, প্রাপ্তবয়স্ক, মহিলাদের জন্য এটি সমস্যা তৈরি করতে পারে।। গাড়িতে আগুন নেভানোর জন্য যে সমস্ত রাসায়নিক পণ্য ব্যবহার করা হয়, তা আগুন প্রতিরোধের চেয়ে বেশি ধোঁয়ার সৃষ্টি করে। এই ধোঁয়া ক্যান্সার সৃষ্টি করতে পারে।
প্রায় ৬০ শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়িতে কাজের জন্য যাতায়াত করেন। গাড়িতে করে শিশুদের স্কুল, ডাক্তারের কাছে রোগী নিয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, এতে শুধুমাত্র যাত্রীদের নয়, গাড়ির চালকেরও ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা বাড়ে। 
সেক্ষেত্রে নিদির্ষ্ট সময় অন্তর গাড়ির সার্ভিসিং করানো খুব জরুরি। পাশাপাশি গাড়ি পরিষ্কার করা দরকার কয়েকদিন পর পরেই।