আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই সঞ্জয় লীলা বনসালির ওয়েব সিরিজ হীরামান্ডি নিয়ে বেশ শোরগোল পড়েছিল বিনোদন জগতে। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির জেরে সেই কয়েক শতাব্দী প্রাচীন হীরামান্ডিতে নেমে এসেছে অন্ধকার। হীরামান্ডি পাকিস্তানের সবচেয়ে প্রাচীন যৌনপল্লীগুলির মধ্যে অন্যতম। যুদ্ধের আবহে সেখানেই এবার ভাটার টান।
ঐতিহাসিক ভাবে হীরামান্ডির বা হীরা বাজারের সূচনা মুঘল আমলে। প্রাথমিক ভাবে লাহোর দুর্গের কাছে নাচ-গানের আসর হিসাবে শুরু হলেও পরবর্তীকালে এই অঞ্চল রূপান্তরিত হয় যৌনপল্লীতে। প্রাথমিক ভাবে উচ্চবিত্তের কামনা নিরসনের স্থান হলেও কালের নিয়মে বদলে যায় সাধারণ যৌনপল্লীতেই। ঐতিহাসিকদের কারও কারও মতে স্বাধীনতা সংগ্রামেও ভূমিকা ছিল এখানকার নারীদের। পরে মূলত মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেনীর গন্তব্য হয়ে দাঁড়ায় এই অঞ্চল। কাছেই রয়েছে আনারকলি ক্যান্টনমেন্ট এবং লাহোরি গেট পুলিশ ছাউনি। সেখান থেকেও বহু মানুষ আসতেন এখানে।
যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর বদলে গিয়েছে পরিস্থিতি। অর্থনৈতিক ভাবে ধাক্কা লেগেছে পাকিস্তানে। যার আঁচ পড়েছে যৌনপল্লীতেও। আনাগোনা কমেছে সেনা এবং পুলিশকর্মীদেরও। গ্রাস করেছে ভারতীয় হামলার ভয়। সব মিলিয়ে বন্ধ হওয়ার দোরগোড়ায় হীরামান্ডি।
