আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্তরঙ্গ মুহূর্তে সঙ্গীর সঙ্গে আনন্দে মেতে ওঠেন ওঠেন অনেকেই। সে সময়টুকু একান্তই নিজেদের। এর মধ্যে যদি কেউ বিঘ্ন ঘটায় তবে মোটেই খুশি হওয়ার কথা নয়। এবার শুধু বিঘ্ন ঘটানো নয়। রীতিমতো ফতোয়া জারি করে এক তরুণীকে রাত ১০ টার পর সঙ্গম করতে নিষেধ করলেন তাঁরই প্রতিবেশী। গোটা ঘটনার কথা নেটমাধ্যম রেডিটে বিস্তারিত জানিয়েছেন ওই তরুণী।


'দি কিউরিসিটি অব অ্যালিস' নামের একটি অ্যাকাউন্ট থেকে অভিযোগকারিণী তরুণী প্রকাশ করেছেন এক নোটিশ বোর্ডের ছবি। অভিযোগ, সেই নোটিশটি লিখেছেন তাঁরই প্রতিবেশী। সেখানে লেখা রয়েছে, “নমস্কার, আমি তোমাদের প্রতিবেশী। বিষয়টি নিয়ে কিছু বলতে চাইছিলাম না, কিন্তু এবার আমার খুবই সমস্যা হচ্ছে বলে লিখতে বাধ্য হচ্ছি। তোমরা সঙ্গমের সময় খুব আওয়াজ করো। আওয়াজ নিয়ে আমার তেমন কোনও সমস্যা নেই। আমার আপত্তি তোমাদের সঙ্গমের সময় নিয়ে। যখন স্কুল থাকে তখন রাত ১০টা বাজার পর এই ধরনের আওয়াজ করা খুবই অশোভন, কারণ এই সময় মানুষ পড়াশোনা করে কিংবা ঘুমানোর চেষ্টা করে।” এখানেই থামেননি প্রতিবেশী। তিনি আরও লিখেছেন, “যদি আমি এবং আমার প্রেমিক কখনও এমন তারস্বরে আওয়াজ করে থাকি তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ছুটির দিন ছাড়া আমরা এরকম করি না। কারণ ও কর্মসূত্রে বাইরে থাকে।” প্রতিবেশীর অভিযোগ, ওই তরুণী ও তাঁর প্রেমিক ১০ টা বাজলেও থামেন না। রাত ১২ টা পার করেও চলতে থাকে মিলন। সপ্তাহান্তের ছুটির দিনগুলি ছাড়া অন্যদিন এই কাজে তাঁর ঘুমের বারোটা বাজে বলে অভিযোগ ওই প্রতিবেশীর। তাঁর পরামর্শ, “ছুটির দিনে যত খুশি, যতক্ষণ খুশি চিৎকার করো, আমার কোনও আপত্তি নেই।”

এহেন বার্তায় বেজায় চটেছেন তরুণী। তাঁর কথায় নিজের বাড়িতে কে কী করবেন তা কি এবার থেকে প্রতিবেশীরা ঠিক করবেন? তবে নেটিজেনদের একাংশ অবশ্য প্রতিবেশীর প্রতি কিছুটা সহানুভূতি দেখাতে বলছেন তরুণীকে। নিজেদের মধ্যে কথা বার্তা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।