বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে গ্রহসমূহের সেনাপতি বলা হয়। সাহস, পরাক্রম, শক্তি, ভূমি, রক্ত ও যুদ্ধের প্রতীক এই মঙ্গল। সাধারণত মঙ্গল একটি রাশিতে প্রায় ৪৫ দিন অবস্থান করেন এবং সবকটি ১২টি রাশি পরিক্রমা করতে প্রায় ১৭–১৮ মাস সময় নেন।

কেন্দ্র-ত্রিকোণ রাজযোগের সংযোগ
মঙ্গল যখন রাশি পরিবর্তন করে, তখন তার প্রভাব প্রত্যেক রাশির জাতকের উপর কোনও না কোনওভাবে পড়বেই। সম্প্রতি মঙ্গল তার নিজ গৃহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছেন, যার ফলে ‘রুচক রাজযোগ’ এবং ‘কেন্দ্র-ত্রিকোণ রাজযোগ’-এর সৃষ্টি হয়েছে। এই বিরল যোগ বহু রাশির জাতকদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

মেষ রাশি 
মেষ রাশির জাতকদের জন্য মঙ্গলের এই গোচর হঠাৎ লাভ এনে দিতে পারে। এই সময়ে মঙ্গল আপনার অষ্টম ভাবের অধিপতি হয়ে অবস্থান করছেন এবং তার চতুর্থ দৃষ্টি পড়ছে একাদশ ভাবের উপর। এই অবস্থান হঠাৎ অর্থলাভ, আটকে থাকা টাকা ফেরত পাওয়া এবং গোপন সম্পদ প্রাপ্তির ইঙ্গিত দেয়।
শিক্ষা, গবেষণা, ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত ছাত্রছাত্রীরা বিশেষ সাফল্য অর্জন করবেন। বিদেশে উচ্চশিক্ষার সুযোগও আসতে পারে। মানসিক চাপ ও পুরোনো দ্বন্দ্ব থেকেও মুক্তি মিলবে। এই সময়ে হনুমানজির পূজা করলে শুভফল বহুগুণ বৃদ্ধি পাবে।

কর্কট রাশি 
কর্কট রাশির জাতকদের জন্যও মঙ্গলের এই গোচর অত্যন্ত শুভ। দশম ভাবের অধিপতি মঙ্গল এই সময়ে পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণে অবস্থান করছেন, যার ফলে ‘কেন্দ্র-ত্রিকোণ রাজযোগ’ গঠিত হচ্ছে।
এই সময়ে সন্তানের থেকে সুখবর পাওয়া যেতে পারে। চাকরি পরিবর্তন বা পদোন্নতির সুযোগ তৈরি হবে। রাজনীতি, প্রশাসন বা সরকারি কাজে যুক্ত ব্যক্তিদের বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে সময়টা শুভ, সরকারি উৎস থেকেও আয় হতে পারে। সব মিলিয়ে কর্কট রাশির জাতকদের জন্য এটি উন্নতি ও সম্মান বৃদ্ধির সময়।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য মঙ্গলের এই গোচর অত্যন্ত শুভ সংকেত বহন করছে। নবম ভাবের অধিপতি মঙ্গল এখন চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছেন, ফলে ‘কেন্দ্র-ত্রিকোণ রাজযোগ’ গঠিত হয়েছে।
এই সময়ে কর্মক্ষেত্রে বড় সাফল্য পাওয়া সম্ভব। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজের প্রশংসা করবেন এবং আর্থিক অবস্থাও শক্তিশালী হবে। ব্যবসায়ীদের জন্যও সময়টি লাভজনক।
এছাড়া, কর্কট রাশিতে অবস্থানরত গুরুগ্রহ মঙ্গলের সঙ্গে ত্রিকোণ সম্পর্ক তৈরি করছেন, যা নতুন আয়ের উৎস খুলে দিতে পারে এবং বহুদিনের অপূর্ণ ইচ্ছা পূর্ণ করবে।

মঙ্গলের এই গোচর বহু রাশির জাতকদের জীবনে নতুন সুযোগ, আর্থিক উন্নতি এবং মানসিক প্রশান্তি বয়ে আনবে। তবে প্রত্যেকের উচিত নিজের জন্মছক অনুযায়ী বিশেষ পরামর্শ নেওয়া, যাতে এই শুভ সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করা যায়।