আজকাল ওয়েবডেস্ক: ২৬ এপ্রিল কলকাতার বিজয়গড়-এর একটি ছোট সভাঘরে উদযাপিত হল লিটল ম্যাগাজিন 'সান্নিধ্য'-র ২৫ বছর পূর্তির সূচনা অনুষ্ঠান। এইদিন অনুষ্ঠানের প্রথম পর্বে গুচ্ছ কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি অংশুমান কর, সৌমিত্র গুহ, অভিমন্যু মাহাত, অদিতি বসু রায় ও বর্ণালী কোলে।

দ্বিতীয় পর্বে কবিতার গান পরিবেশন করেন শিল্পী সংহিতা বন্দ্যোপাধ্যায়। সূচনা পর্বের এই অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী কবি ও শিল্পীকে সান্নিধ্য সম্মান ২০২৫-এ ভূষিত করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক তথা সান্নিধ্য পত্রিকার কর্ণধার পলাশ গঙ্গোপাধ্যায় পত্রিকার পঁচিশ বছরের যাত্রার কথা বলেন। ২০২৫-এ পত্রিকার পঁচিশ বছরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তাঁদের নানা রকম পরিকল্পনার কথাও জানান তিনি। ছিমছাম পরিসরে সমগ্র অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের মনোগ্রাহী হয়ে ওঠে।