বরাবরই ভারতে বিয়ে মানেই জাঁকজমক, আকর্ষণীয় থিম আর টানা কয়েকদিনের উৎসব। তবে জগতের আর পাঁচটা বিষয়ের মতো সময়ের সঙ্গে যেন বদল এসেছে বিয়ের অনুষ্ঠানেও। সম্প্রতি এদেশের এক বিয়েতে তেমনই নজির মিলেছে। এক ডেস্টিনেশন ওয়েডিং-য়ে সেই ছবি দেখে স্তম্ভিত সমাজ মাধ্যম। ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের ভেন্যুতেই অতিথিদের দেওয়া হচ্ছে আইভি ড্রিপ, তা-ও আবার 'হ্যাংওভার দূর করার দ্রুত সমাধান' হিসেবে!
বিয়ের অনুষ্ঠানের নতুন এক বিলাসিতা এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। যা হল আইভি ড্রিপ বার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, এক ডেস্টিনেশন ওয়েডিং-এ অতিথিদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে একটি 'আইভি স্টেশন', যেখানে তারা আরামে বসে ভিটামিন-সমৃদ্ধ ড্রিপ নিচ্ছেন।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া সেই ক্লিপে দেখা যায়, কয়েকজন অতিথি সোফায় আরামে বসে আছেন, আর তাঁদের হাতে লাগানো রয়েছে ভিটামিন-সমৃদ্ধ আইভি লাইনের টিউব। ভিডিওর ক্যাপশনে মজার ছলে লেখা হয়েছে, 'আপনি একটা ডেস্টিনেশন ওয়েডিংয়ে... আর লেবু জলের বদলে পুলের ধারে রয়েছে আস্ত একটা আইভি বার!
আইভি ড্রিপ একটি তাৎক্ষণিক থেরাপি। যা রোগীর শরীরের চাহিদা অনুযায়ী শিরায় চ্যানেল করে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টিকর তরল সরাসরি রক্তে প্রবেশ করানো হয়। সাধারণত সহজে রক্তের মাধ্যমে কোষে মেশে এমন ক্রিস্টালয়েড সলিউশন অর্থাৎ ছোট মলিকিউলের তরল দেওয়া হয়। ফলে শরীর সব পুষ্টি তাড়াতাড়ি পেয়ে যায়।
এই ধরনের আইভি স্টেশনকে সাধারণত 'ওয়েলনেস বুস্টার' বা পার্টির পর দ্রুত চাঙ্গা হওয়ার বিকল্প হিসেবে প্রচার করা হয়। দাবি করা হয়, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্টের মিশ্রণ দ্রুত শরীরে পৌঁছে ক্লান্তি বা হ্যাংওভার কমাতে সাহায্য করে। উচ্চমানের ইভেন্টে যেখানে রাতভর চলে পার্টি, দেদার ভারী খাবার ও অ্যালকোহলের ব্যবস্থা থাকে, সেখানে এসব 'ট্রেন্ডি' পরিষেবা জনপ্রিয় হয়ে উঠছে।
তবে চিকিৎসকদের মতে, চিকিৎসাকেন্দ্রের বাইরে যথাযথ চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া এই ধরনের ড্রিপ নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনও অ্যালার্জি, সংক্রমণ বা ভুল ডোজ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, হাইড্রেশনের জন্য সাধারণ জল বা ওআরএসই আদর্শ, আইভি ড্রিপ সকলের জন্য নয়।
সোশ্যাল মিডিয়ায় এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। অনেকেই বলছেন, “এটা যতই ট্রেন্ড হোক, নিরাপদ নয়।” কেউ আবার মজা করে মন্তব্য করেছেন, “এবার কি বিয়েতে সার্জারিও হবে?” অন্যদিকে, কয়েকজন আইনি দিক নিয়েও প্রশ্ন তুলেছেন, এ ধরনের পরিষেবা কি আদৌ কোনও প্রাইভেট ইভেন্টে দেওয়া বৈধ?
এককথায় ভিডিওটি বড় বিতর্কের জন্ম দিয়েছে। বিয়ের বিলাসবহুল ট্রেন্ড কতদূর যাওয়া উচিত এবং কোথায় নিরাপত্তার সীমারেখা টানা প্রয়োজন, তা নিয়েও চলছে বিস্তর আলোচনা।
