আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার মালাক্কা প্রণালীর উপর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।
2
7
অন্যদিকে শ্রীলঙ্কার কাছে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ উত্তর দিকে সরবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে।
3
7
দু'টি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও, ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানায়নি হাওয়া অফিস। এর জেরে বাংলার আবহাওয়ায় কোনও প্রভাব পড়বে কিনা, তাও জানায়নি এখনও।
4
7
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
5
7
মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে তামিলনাড়ু, কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশ, ইয়ানামে। ৩০ নভেম্বর পর্যন্ত এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
6
7
এদিকে মঙ্গলবার বাংলা জুড়ে একধাক্কায় পারদ নেমেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।
7
7
আগামী সাতদিন বাংলার কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী তিনদিনে তাপমাত্রার পারদ খানিকটা চড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে ভোরে হালকা কুয়াশা থাকতে পারে। ভোরে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ পাওয়া যাবে।