গত ২৩ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের। বেশ কয়েকদিন ধরে তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। কিন্তু বিয়ের আগেই ঘটে চলেছে একের পর এক বিপর্যয়। দুই পরিবারেই তৈরি হয়েছে কঠিন পরিস্থিতি। স্বাস্থ্য-সংকটের জেরে বিয়ের সমস্ত পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হয়েছে।
ঘটনার শুরু স্মৃতির পরিবার থেকে। ক্রিকেটারের বাবা শ্রীনিবাস মান্ধনা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাড়ির এই অস্থিরতা বিয়ের প্রস্তুতিতে বড় ধাক্কা দেয়। ঠিক এর পরপরই মানসিক চাপে ভেঙে পড়েন হবু বর পলাশ মুচ্ছল। স্মৃতির বাবার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় খবরটি শুনে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। অতিরিক্ত উদ্বেগ ও দুশ্চিন্তায় শারীরিকভাবে দুর্বল অনুভব করেন।
পরিবার সূত্রে জানা গেছে, পলাশের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে আইভি ড্রিপ দেন এবং ইসিজি-সহ বেশ কয়েকটি টেস্ট করেন। চিকিৎসকেরা জানান, গুরুতর কোনও শারীরিক অসুখ ধরা পড়েনি, তবে মানসিক চাপ এবং অতিরিক্ত কাঁদার কারণে তাঁর দেহ সাময়িকভাবে ভেঙে পড়ে। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার পলাশ মুছলের বোন জানিয়েছে, সুরকারকে এখন মুম্বইয়ের গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁকে আগে সাঙ্গলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বর্তমানে পর্যবেক্ষণে আছেন। পরিবার জানিয়েছে, পালাশ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসকদের মতে, আরও মানসিক চাপ নিলে স্বাস্থ্য ফের খারাপ হতে পারে।
পলাশের হেলথ আপডেট জানিয়েছেন পলাশের মা অমৃতা মুচ্ছলও। তাঁর কথায়, ‘স্মৃতির বাবার সঙ্গে পলাশের সম্পর্ক ভাল। স্মৃতির থেকেও ওর বাবা পলাশের বেশি কাছের। যখন স্মৃতির বাবার এমন শরীর খারাপ হল, সেই সময় স্মৃতির আগে পলাশই বলেছিল, আগে উনি সুস্থ হয়ে উঠুন, তারপর বিয়ে হবে। কেঁদে কেঁদে পলাশের শরীর খারাপ হয়ে গিয়েছিল।’
এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বহু ভক্ত সুস্থতা কামনা করে পোস্ট করেন। পলাশের বোন পালাক মুচ্ছল একটি বিবৃতি জারি করে অনুরোধ জানান, “পরিস্থিতি খুব সংবেদনশীল। আমাদের পরিবারকে দয়া করে প্রাইভেসি দিন। উভয় পরিবারই এখন বিয়ের বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্তে আসেনি। সকলেই চায় দু’জনই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হন। সেই কারণেই বিয়ের তারিখ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে এরই মাঝে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, বিয়ের আগে পলাশ এক তরুণীর সঙ্গে ‘দুষ্টু-মিষ্টি’ কথোপকথনে জড়িত ছিলেন। সেই চ্যাটের একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, ওই তরুণী স্মৃতি, পলাশের বিয়েতে কোরিওগ্রাফার ছিলেন। তিনিই বিয়ের নাচের প্রশিক্ষণ দিচ্ছিলেন দু’জনকে। যে চ্যাট ফাঁস হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ওই তরুণীকে পলাশ লিখেছেন ‘চলো একদিন আমরা সাঁতার কাটতে যাই’।
পাশাপাশি, তিনি স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকা নিয়ে আলোচনা করেছেন ওই তরুণীর সঙ্গে। বলেছেন, ‘লং ডিসট্যান্স রিলেশনশিপে থাকাটা কষ্টকর। তিন থেকে চার মাস অন্তর আমাদের দেখা হয়’। এই চ্যাট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য করছেন বিভিন্নরকম। তবে এই চ্যাট কবেকার, আদৌ এটা সত্য কিনা সেই বিষয়ে কোনও সরকারি নিশ্চয়তা দেওয়া হয়নি। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় ভাসমান জল্পনা।
