'দুর্ঘটনা নয়, খুন হয়েছেন জুবিন'-গায়কের মৃত্যু ঘিরে বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা
২৫ নভেম্বর ২০২৫ ১৫ : ৫৭
শেয়ার করুন
1
6
অসমের কিংবদন্তি গায়ক, সুরকার জুবিন গর্গের অকালমৃত্যু নিয়ে ২৫ নভেম্বর, মঙ্গলবার অসম বিধানসভায় এক চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্ট ভাষায় জানালেন যে সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে এই শিল্পীর মৃত্যু নিছক কোনও 'দুর্ঘটনা' ছিল না, বরং এটি ছিল একটি 'খুন'।
2
6
৫২ বছর বয়সী জুবিন গর্গের মৃত্যু নিয়ে দেশজুড়ে রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়। গত ১৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়কের। এই মর্মান্তিক ঘটনাটি রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
3
6
অসমের মুখ্যমন্ত্রী এবার এই বিষয়ে বলেন, "প্রাথমিক তদন্তের পরই অসম পুলিশ নিশ্চিত হয়েছে যে এটি কোনও দুর্ঘটনা নয়, এটি ছিল সহজ ও সরল একটা খুন।"
4
6
তিনি আরও দাবি করেন, "একজন অভিযুক্ত গর্গকে হত্যা করেছে এবং অন্যেরা তাকে সাহায্য করেছে। এই খুনের ঘটনায় চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হচ্ছে।"
5
6
জুবিন গর্গ সেখানে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এ যোগ দিতে গিয়েছিলেন। ঘটনার পর রাজ্য সরকার অসম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-এর অধীনে একটি বিশেষ তদন্ত দল গঠন করে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, এসআইটি ডিসেম্বর মাসের মধ্যে একটি চার্জশিট দাখিল করতে চলেছে এবং অপরাধের পিছনে থাকা উদ্দেশ্য রাজ্যের মানুষকে স্তম্ভিত করবে।
6
6
এই মামলার চার্জশিট জমা পড়ার পর অন্যান্য গুরুতর দিকগুলিও তদন্তের আওতায় আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পর জুবিনের মৃত্যুরহস্য ঘিরে আবারও জটিলতা তৈরি হয়েছে।