অভিনেত্রী রকুল প্রীত সিং তাঁর অনুরাগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছেন। সম্প্রতি তাঁর নজরে এসেছে যে, অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি হোয়াটসঅ্যাপে তাঁর নাম এবং ছবি ব্যবহার করে অন্যদের সঙ্গে চ্যাট করছে, এবং নিজেকে রকুল প্রীত সিং হিসেবে পরিচয় দিচ্ছে।
2
6
এই প্রতারণার বিষয়ে অনুরাগীদের সতর্ক করতে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল-এ একটি পোস্ট করেছেন। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করে স্পষ্টভাবে জানিয়েছেন যে, 'আমার নজরে এসেছে যে কেউ হোয়াটসঅ্যাপে আমার ছদ্মবেশ ধারণ করে মানুষের সাথে চ্যাট করছে। দয়া করে মনে রাখবেন, এই নম্বরটি আমার নয়।'
3
6
রকুল প্রীত সিং সকল অনুরাগী ও পরিচিতদের অনুরোধ করেছেন যেন তাঁরা সেই ভুয়ো অ্যাকাউন্টের সঙ্গে কোনও প্রকার কথোপকথনে জড়িয়ে না পড়েন। তিনি দ্রুত সেই নম্বরটি ব্লক করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
4
6
এই ঘটনাটি চলচ্চিত্র জগতে সাইবার-প্রতারণার ক্রমবর্ধমান উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে অভিনেত্রী অদিতি রাও হায়দরি এবং শ্রিয়া সরনও একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন।
5
6
সাইবার অপরাধ বিশেষজ্ঞরা এই ধরনের সন্দেহজনক নম্বর অবিলম্বে ব্লক করতে এবং কোনও ব্যক্তিগত তথ্য ভাগ করা থেকে বিরত থাকার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন।
রকুল প্রীত সিং-এর এই সতর্কবার্তার মাধ্যমে তাঁর অনুরাগীদের ডিজিটাল প্ল্যাটফর্মে সতর্ক এবং সুরক্ষিত থাকার গুরুত্ব তুলে ধরেছেন।
6
6
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রকুলের অভিনীত 'দে দে পেয়ার দে ২'। রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিতে অজয় দেবগণের সঙ্গে জুটিতে দেখা গিয়েছে তাঁকে।