সাতপাকে বাঁধা পড়ছেন গায়িকা অন্তরা মিত্র। চমকপ্রদ হলেও, এটাই খবর। তাও কবে জানেন? আজ, অর্থাৎ ২৫ ডিসেম্বর।
2
6
বেশি জাঁকজমক, আড়ম্বর ছাড়াই ছিমছাম ভাবে বিয়ের পিঁড়িতে বসছেন 'কিশোরী' গায়িকা। ২৪ নভেম্বর আইবুড়োভাত খেয়েছেন তিনি।
3
6
মঙ্গলবার, ২৫ নভেম্বর বাইপাসের একটি ব্যাঙ্কোয়েট হলেই বসবে গায়িকার বিবাহ বাসর। তবে বিয়ে নিয়ে এত রাখঢাক কেন? গায়িকা, চান না তাঁর বিয়ে নিয়ে বিশেষ হইচই হোক।
4
6
কার গলায় মালা দিচ্ছেন অন্তরা মিত্র? জানা গিয়ে সঙ্গীত বা বিনোদন জগতের মানুষ নন গায়িকার স্বামী। সূত্রের খবর, তথ্যপ্রযুক্তির কর্মী তিনি।
5
6
তবে অ্যারেঞ্জ ম্যারেজ করছেন না অন্তরা। বরং কিছুদিন চুটিয়ে প্রেম করার পরই এদিন ছাদনাতলায় যাচ্ছেন তিনি। বিয়ের পরই মধুচন্দ্রিমায় যাবেন গায়িকা। ফলে, নভেম্বরে নয়, ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে তাঁদের রিসেপশন।
6
6
বর্তমানে 'সারেগামাপা' রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যাচ্ছে অন্তরা মিত্রকে। ফলে আগামী কয়েক পর্ব হয়তো এই শোতে তাঁকে নাও দেখা যেতে পারে। বিগত কয়েক বছরে তিনি 'কিশোরী', 'গেরুয়া', ইত্যাদির মতো হিট গান উপহার দিয়েছেন।