আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার রানের চাপে কি পিষ্ট হবে ভারত? সময় এর উত্তর দিয়ে যাবে। তবে ভারত যে পাহাড়প্রমাণ চাপে রয়েছে তা স্পষ্ট। ঘরের মাঠেই সিরিজ হারছে ভারত, তা স্পষ্ট। চতুর্থ দিনের সকালে দলের ছেলেদের সামনে উত্তেজিত ভাবে কথা বলতে দেখা গিয়েছিল গৌতম গম্ভীরকে।
কী বলছিলেন ভারতের হেডস্যর? অনিল কুম্বলে এর জবাব দেন। ভারতের অন্যতম ম্যাচ উইনার কুম্বলে বলেন, ''তোমাদের শুধু এই কথাগুলোই বিশ্বাস করতে হবে। আজ তুমি বিশ্ব ক্রিকেটের সেরা দলের বিরুদ্ধে খেলছ যারা ট্রফি জিতেছে। নিজেদের চরিত্র দেখানোর এবং জয়ের এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। যদি আমরা জিততে না-ও পারি তাহলে অন্তত লড়াই করে নিশ্চিত করতে হবে যে আমরা হারিনি। হ্যাঁ, কথাগুলো ঠিক আছে, কিন্তু পারফরম্যান্স দিয়েও কথাগুলোকে সমর্থন করতে হবে।''
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ রান তুলেছিল। ৪৮৯ রান তুলে ফেলেছিল প্রোটিয়ারা। শতরান করেছিলেন সেনুরান মুথুস্বামী। মার্কো জানসেন করেছিলেন ৯৩ রান। জবাবে ভারত গুটিয়ে যায় ২০১ রানে। ব্যাটের পাশাপাশি বল হাতে ছয় উইকেট নিয়েছিলেন জানসেন। ভারতকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা তুলে ফেলল ২৬০/৫। এগিয়ে থাকা ৫৪৮ রানে। ভারতকে জিততে হলে করতে হবে ৫৪৯।
এই রান তুলতে পারবে ভারত? দ্বিতীয় ইনিংসে ভারত কী রণনীতি নেয় সেটাই দেখার। এখান থেকে ড্র হলেও সেটা সম্মানজনক হবে ভারতের জন্য। এই সিরিজ বোধহয় আর বাঁচানো গেল না।
