আজকাল ওয়েবডেস্ক :  বর্ষার মরসুম। এখন যে কোনও সময় বৃষ্টি হতেই পারে। যারা এই বর্ষায় গাড়ি চালান তাদের প্রায় একটি সমস্যা হয়। গাড়ির কাঁচ একেবারে ঝাপসা হয়ে যায়। আর তখন একটাই উপায় থাকে। হয় আপনি এসি চালান আর নয়তো কাঁচ কিছুটা নামিয়ে দিন। কিন্তু এখানে শেষ নয়। আপনার জন্য রইল এমন কিছু টিপস যাতে অতি সহজে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। 

১. আপনার জানা অতি সহজ পদ্ধতি হল গাড়ির এসি চালিয়ে দেওয়া। এতে গাড়ির ভিতরে গরম হওয়া দ্রুত বেরিয়ে যাবে। আর আপনি হালকা বোধ করবেন।

২. যদি গাড়িতে পর্যাপ্ত তেল না থাকে তাহলে আপনি কী করবেন? তখন তো আর এসি চালাতে পারবেন না। তখন আপনি দেখবেন আপনার গাড়িতে গরম হওয়া চালু করার একটি অপশন রয়েছে। সেখানে গিয়ে যদি আপনি সেটি চালিয়ে দেন তবে আপনার গাড়ির কাঁচ পরিষ্কার হয়ে যাবে।

৩. গাড়িতে যদি হিটার থাকে তবে সেটি চালিয়ে আপনি গাড়ির কাঁচ পরিষ্কার করতে পারেন। তবে এটি প্রবল বর্ষায় ব্যবহার করাই ভাল। নাহলে আপনার গরম লাগবে। 

সবার শেষে বলি। যদি আপনি এই তিনটি অপশন বেছে নিতে না চান তাহলে আরও সহজ কাজ রয়েছে আপনার কাছে। জাস্ট সমস্ত জানলা খুলে দিন। বৃষ্টি, হওয়া আসুক আপনার গাড়িতে। নিজেও ভিজুন এবং আপনার গাড়িও ভেজান।