আজকাল ওয়েবডেস্ক: সঙ্গম ঠিক কতক্ষণ চললে তা মানুষকে সন্তুষ্ট করে? এই প্রশ্নের উত্তর জানতে সমীক্ষা চালিয়েছিল একটি ব্রিটিশ সংস্থা। আর সেই সমীক্ষার তথ্য অনুসারে, সঙ্গমের সময়সীমা গড়ে ২৩ মিনিট ৪৫ সেকেন্ডের মতো হলে সবচেয়ে সন্তুষ্ট হন মানুষ।

আসডা অনলাইন ডক্টর নামের একটি চিকিৎসা সংস্থার করা এই সমীক্ষায়, ২০০০ ব্রিটিশ নাগরিককে তাঁদের যৌন জীবনে বাধা সৃষ্টিকারী বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। পাশাপাশি এও জিজ্ঞাসা করা হয় যে কতক্ষণ সঙ্গম করলে তাঁরা সন্তুষ্ট হন। সমীক্ষকরা জানাচ্ছেন শহর ভেদে এই সময়সীমা ওঠা নামা করেছে। যেমন ব্রিটেনের গ্লাসগো শহরের বাসিন্দাদের ক্ষেত্রে যৌনতৃপ্তির সময়সীমা প্রায় ৩০ মিনিট। সেখানে কার্ডিফ শহরে সেই সময় কমে দাঁড়িয়েছে ২০ মিনিটে। সামগ্রিক ভাবে গড় হিসেব বলছে, ২৩ মিনিট ৪৫ সেকেন্ড দীর্ঘ সঙ্গমে সবচেয়ে সন্তুষ্ট হন মানুষ।


তবে অংশগ্রহণকারী ২,০০০ জনের মধ্যে অনেকেই এর চেয়ে বেশ কম সময়ের অন্তরঙ্গতা চেয়েছিলেন।
প্রায় পাঁচ শতাংশ পুরুষ এবং আঠারো শতাংশ মহিলা মনে করেন যে একটি ভাল যৌনমিলন মাত্র পাঁচ থেকে দশ মিনিট স্থায়ী হওয়া উচিত। কেউ কেউ আবার যৌন সঙ্গমেই অনিহা প্রকাশ করেছেন। শরীরের গঠন এবং যৌন সক্ষমতা নিয়ে উদ্বেগই ছিল তাদের যৌন জীবন সম্পর্কিত দুশ্চিন্তার প্রধান কারণ।

আসডা অনলাইন ডক্টরের চিকিৎসক ক্রিস্টাল ওয়াইলি বলেছেন, “যদিও আপনার শরীর দেখতে কেমন লাগছে বা ঘনিষ্ঠ মুহূর্তে শরীর কেমন সাড়া দিচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক, তবে যখন এই নিরাপত্তাহীনতাগুলি আপনার সঙ্গীর সঙ্গে আপনার ঘনিষ্ঠতাকে প্রভাবিত করে, তখন তা হতাশাজনকও হতে পারে। সৌভাগ্যবশত, এই উদ্বেগগুলির বেশিরভাগেরই সমাধান সম্ভব। এককভাবে অথবা আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা বা সেক্স থেরাপির মতো অনুশীলনের মাধ্যমে এই সমস্যাগুলি নিরাময় করা যেতে পারে।”