আজকাল ওয়েবডেস্ক: অবিশ্বাস্য হলেও সত্যি—বন্ধুত্বের পেছনে শুধু মনের মিল নয়, থাকতে পারে ডিএনএর গভীর সম্পর্ক! যুক্তরাষ্ট্রের PNAS জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, আমাদের বন্ধুদের জেনেটিক গঠন আমাদের নিজের থেকে অনেকটা মিল খায়। স্ট্যানফোর্ড, ডিউক ও উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৫,০০০ বন্ধুর জোড়া বিশ্লেষণ করে দেখেছেন, বন্ধুরা একে অপরের চেয়ে অনেক বেশি জেনেটিকভাবে মিলযুক্ত, যা একজন সাধারণ অপরিচিতের চেয়ে অনেক বেশি। এমনকি, এক জোড়া বন্ধুর জেনেটিক মিল গড় বিবাহিত দম্পতির মিলের দুই-তৃতীয়াংশ!

বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে থাকতে পারে ‘সোশ্যাল হোমোফিলি’ নামের একটি প্রবণতা—অর্থাৎ মানুষ নিজের মতো লোকদের সঙ্গেই স্বাভাবিকভাবে বন্ধুত্ব গড়ে তোলে। এছাড়া, স্কুল, পাড়া বা সামাজিক পরিবেশও আমাদের বন্ধু বাছাইয়ে ভূমিকা রাখে, যেখানে জেনেটিক গঠনেরও প্রভাব থাকতে পারে। গবেষকরা মনে করছেন, ভবিষ্যতে কোনো বৈজ্ঞানিক গবেষণায় শুধুই জেনেটিক তথ্য নয়, সামাজিক কাঠামোর ভূমিকাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

তাহলে আপনি যাকে বলেন ‘আত্মার আত্মীয়’, তার সঙ্গে আপনার ডিএনএও মিলছে? ভাবলে চমক লাগে, তাই না?