পুজো এল বলে, আর তো মোটে মাসখানেক! শাড়ি-গয়না-ব্যাগ-জুতোর প্ল্যান তুঙ্গে, সে বলাই বাহুল্য। এবারেও শারদীয়ায় আশ মিটিয়ে সেজে চমকে দেবেন নিশ্চয়ই। কিন্তু সেই সঙ্গে তা যদি হয়, পরিবেশের কথা মাথায় রেখে? সাজ তো হলই, সেই সঙ্গে দূষণের ভারে কুঁকড়ে থাকা পরিবেশ-প্রকৃতিকে আরও একটু নিঃশ্বাস নিতে একটুখানি সাহায্য করলেন আপনিও। ভাল হয়না তাতে?
বিশ্ব উষ্ণায়ন কতটা বিপদ ডেকে আনছে, তা এতদিনে খানিকটা বুঝতে শিখছে এক পৃথিবী মানুষ। তাই ধীরে হলেও বাড়ছে পরিবেশ সচেতনতা। ফ্যাশন দুনিয়াও তার বাইরে নয়। নিত্যনতুন সাজের বায়নায় যখন তখন পোশাক, গয়না, জুতোর চাহিদা যে আসলে কার্বনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে পরিবেশে, সে উপলব্ধির হাত ধরেই দুনিয়া জুড়ে মানুষ ঝুঁকছেন স্লো ফ্যাশনের দিকে। অর্থাৎ, এক দিকে একই পোশাক বা অ্যাকসেসরিজ নানাভাবে ঘুরিয়েফিরিয়ে বেশিদিন পরা। অন্য দিকে, সাসটেনেবল ফ্যাব্রিক, গয়না বা ইকো-ফ্রেন্ডলি অ্যাকসেসরিজ বেছে নেওয়া, যা কার্বন বা ক্ষতিকর রাসায়নিকে পৃথিবীকে বিষিয়ে দেয়না, টেকেও বেশিদিন।

এবার পুজোয় এ পথের পথিক হবেন নাকি? তা হলে বরং তারই কিছু সুলুক সন্ধান দেওয়া যাক।
প্রকৃতি-বান্ধব পোশাক: পুজোয় পুরনো জিনিস পরতে মন চাইছে না, তাই তো? এখন নানা ধরনের শাড়ি বা অন্যান্য পোশাক পাওয়া যায়, যা সাসটেনেবল ফ্যাব্রিক বা রঙে তৈরি। এই ধরনের কাপড় মূলত বাতিল জামাকাপড় রিসাইকল করে কিংবা প্রাকৃতিক তন্তু থেকে তৈরি। তা ছাড়া, এই ধরনের শাড়ি, কুর্তি বা অন্য যে কোনও পোশাকে ব্যবহৃত রংও হয় প্রাকৃতিক— ফুল বা ভেষজ রঙে রাঙানো। এবছর আপনার পুজোর শাড়ি তাই হতেই পারে অর্গানিক কটন, জুট, ব্যাম্বু, কোকোনাট ফাইবারের। পরিবেশ রক্ষায় আপনারও একটুখানি ভূমিকা থাকবে নিশ্চিত।

গয়নায় পরিবেশ রক্ষা: আপনার সাধের গয়নাও কিন্তু হতে পারে পরিবেশ বাঁচানোর হাতিয়ার। সোনা-রুপোয় তা সাজলেন অনেক দিন। এবারের পুজোটা বরং হোক একটু অন্য রকম। আজকাল হরেক রকম প্রাকৃতিক উপাদানে তৈরি গয়না পাওয়া যায়, যা তৈরিতে বা ব্যবহারে পরিবেশের ক্ষতি হয় না। মাটির গয়না, টেরাকোটার ফ্যাশন পুজোয় বাঙালির পছন্দে জায়গা করে নিয়েছে অনেক দিন হল। এখন তার সঙ্গেই কাঠ, বাঁশ, জুট, হ্যান্ডমেড পেপার, রিসাইকল করা কাপড়, উল, তালপাতা, প্রাকৃতিক তন্তু— এমন অনেক কিছু নিয়েই এক্সপেরিমেন্ট করছেন গয়নাশিল্পীরা। এই পুজোতে একটু দেখবেন নাকি সেসব পরে?

অ্যাকসেসরিতেও প্রকৃতির পাশে: শুধু কি পোশাক বা গয়না, পুজোর সাজে পছন্দের অ্যাকসেসরিও তো চাই। সে ব্যাগ হোক বা জুতো, বেল্ট হোক বা টুপি। উৎসবের আবহে তাতেও বরং একটু পরিবেশ-বান্ধব হওয়া যাক? ব্যাগ, জুতো ব্র্যান্ডেড লেদারের না হলে মান থাকবে না, এমন তো নয়! এবার বরং অর্গানিক কটন, জুট কিংবা ভিগান লেদারে তৈরি একটা দারুণ ব্যাগ বা বেল্ট, ব্যাম্বু ফাইবারের তৈরি স্কার্ফ কিংবা টুপি থাকুক আপনার পুজোর সাজে। নজর তো কাড়বেনই, চর্চায় থাকবে আপনার পরিবেশ-সচেতনতাও।
মুক্ত বাতাস, অঢেল সবুজ, মাটির গন্ধমাখা পরিবেশকে একটু একটু করে বিষিয়ে তুলেছে মানুষই। এতকাল পরিবেশ ছিল মানুষের পাশে। এবার তাকে ভাল রাখার, ভাল করে তোলার ভার মানুষেরই। দুনিয়া জুড়ে সেই বোধ গড়ে উঠছে একটু একটু করে। এবারের উৎসবে কি আপনিও যোগ দেবেন সেই দলে?
