আজকাল ওয়েবডেস্ক: খাবারের প্যাকেটের গায়ে নানা রঙের সঙ্কেত দেখা যায়। জানেন এগুলি কীসের চিহ্ন? কেনই বা দেওয়া থাকে এই চিহ্নগুলি? বিস্তারিত জেনে নিন সঙ্কেতগুলির সম্পর্কে।
অনেকেই প্যাকেটের গায়ে এই সঙ্কেতগুলি দেখার পর তবেই কেনেন খাবার। আবার অনেকেরই এই সঙ্কেতগুলির সম্পর্কে কোনও ধারনা নেই। আজকের এই প্রতিবেদন তাঁদের জন্য যাঁরা এই সঙ্কেতগুলির সম্পর্কে সচেতন নন। যা দেখামাত্রই যে কেউ নিমিষে চিনে নিতে পারবেন, এটি কী ধরনের খাবার। নিরামিষ নাকি আমিষ।
জানা যাক সঙ্কেতগুলি সম্পর্কে। প্যাকেটের উপর লাল রঙের সঙ্কেত ইঙ্গিত দেয় আমিষ জাতীয় খাবারের। অন্যদিকে সবুজ সঙ্কেত সরাসরি নিরামিষ খাবারের দিকে ইঙ্গিত দেয়। প্যাকেটের গায়ে লাল সঙ্কেত থাকার অর্থ হল, খাবারে ডিমের ব্যবহার করা হয়েছে। নীল সঙ্কেত আবার ওষুধের ইঙ্গিত বহন করে। এছাড়া কালো সঙ্কেত রাসায়নিকের উপস্থিতিকে বোঝায়। এক ব্যক্তি সমাজমাধ্যমে সচেতনতা ছড়ানোর উদ্দেশে ভিডিও করে সঙ্কেতগুলির ব্যবহার সম্পর্কে বিবরণ দেন। এরপরেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।
