আজকাল ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে গ্রহের পরিবর্তন যে কোনও রাশির উপর বড় প্রভাব পড়ে। শনিদেব প্রতি আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে৷ একটি রাশিতে পুনরায় ফিরে আসতে সময় লাগে পুরো ৩০ বছর। কর্মফল শনির অবস্থানের কারণে প্রতিটি মানুষের জীবনে শুভ ও অশুভ ফল দেখা যায়। অন্যদিকে, বুধ চন্দ্রের পরে দ্রুততম গ্রহ, এটি দ্রুত গতিতে এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে। বুধ এখন কন্যাতে রাশি রয়েছে ও শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে অবস্থান করছে৷ চলতি মাসে বুধ ও শনির মিলন হতে চলেছে। শনি ও বুধ সামনা সামনি আসতেই কয়েকটি রাশির জীবনে বিশাল প্রভাব বিস্তার করবে। সৌভাগ্যবান হবেন ৩ রাশির অধিকারীরা। তাহলে কোন কোন রাশির কপাল খুলতে চলেছে, জেনে নেওয়া যাক-
মেষ রাশি: বুধ ও শনির মিলনে কপাল খুলবে মেষ রাশির। মেষ রাশিতে বুধ পঞ্চম ও শনি একাদশতম ঘরে থাকে৷ এই সময়ে মেষ রাশির মানুষদের চাকরিতে ভাল সময়। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতি উন্নতি হতে পারে। সমাজে মান-সম্মান বাড়বে। দাম্পত্যে সুখ থাকবে।
কুম্ভ রাশি: শনি কুম্ভের লগ্নে আর বুধ আছে সপ্তম ঘরে। বুধ একটু একটু করে গমন করছে৷ এরফলে কুম্ভের রাশির জীবনে সুসময় আসতে চলেছে। কেরিয়ারে সুখবর পেতে পারেন৷ কর্মস্থলে কাজের প্রশংসা পাবেন। চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। সন্তানের নানান সমস্যার সমাধান হবে এবার। আর্থিক বাধা কেটে যাবে।
তুলা রাশি: শনির উচ্চ রাশি হল তুলা। শনি-বুধ মুখোমুখি হওয়ার ফলে তুলা রাশির বিরাট উন্নতি হতে পারে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন। চাকরির ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। অর্থলাভের যোগ রয়েছে।
