বৈদিক জ্যোতিষে বুধ গ্রহকে বুদ্ধি, ব্যবসা ও যোগাযোগের কারক হিসাবে ধরা হয়, আর শনি গ্রহ কর্ম, ধৈর্য ও কঠোর পরিশ্রমের প্রতীক। ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বুধ ও শনি একে অপরের থেকে ৩৬ ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থান করে ‘দশাঙ্ক যোগ’ গঠন করবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ যোগের প্রভাবে চারটি রাশির জীবনে আসতে পারে বড়সড় লাভ ও ইতিবাচক পরিবর্তন।
মিথুন রাশির জাতকদের জন্য বুধ ও শনির এই দশাঙ্ক যোগ ভাগ্য উজ্জ্বল করতে পারে। কর্মজীবনে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সংক্রান্ত যে সিদ্ধান্তগুলি নেওয়া হবে, সেগুলি উল্লেখযোগ্য লাভ এনে দিতে পারে। উন্নতির নতুন পথ খুলে যাবে। বুদ্ধি ও পরিশ্রমের সঠিক সমন্বয়ে কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। আর্থিক লাভের ফলে পুরনো বড় ঋণ শোধ করাও সম্ভব হতে পারে।
সিংহ রাশির জাতকদের জন্য বুধ-শনির এই দশাঙ্ক যোগ অত্যন্ত শুভ ফলদায়ক হবে। দীর্ঘদিনের পরিশ্রমের পূর্ণ ফল পাওয়া যাবে এবং চাকরিক্ষেত্রে বড় কোনও দায়িত্ব পেতে পারেন। কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায় নতুন কৌশল প্রয়োগ করে বড় আর্থিক লাভ করা সম্ভব হবে। পুরনো বিনিয়োগ বা দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে বড় সাফল্যের মুখ দেখা যেতে পারে।
মকর রাশির জাতকদের জন্য বুধ ও শনির এই যোগ আর্থিক দিক থেকে লাভজনক প্রমাণিত হবে। ব্যবসায় বড় কোনও অবস্থান অর্জন করার সুযোগ আসবে। পুরনো পরিকল্পনাগুলিকে নতুন করে শুরু করার সুযোগ মিলতে পারে। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে বড় সুযোগ কাজে লাগাতে পারবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে পরিচিতি ও মর্যাদা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশির জাতকদের জন্য বুধ ও শনির প্রভাবশালী এই যোগ লাভের নতুন পথ খুলে দেবে। বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করে কাজ সম্পন্ন করতে পারবেন। শনির ধৈর্যের সঙ্গে বুধের বুদ্ধির মেলবন্ধন আর্থিক সাফল্য এনে দেবে। কর্মজীবনে নতুন দিশা ও উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বুদ্ধি ও কঠোর পরিশ্রম, দুইয়েরই প্রয়োজন হবে, তবে শেষ পর্যন্ত প্রচেষ্টার ফল পাওয়া যাবে।
বুধ ও শনির দশাঙ্ক যোগ বুদ্ধি ও পরিশ্রমের এক বিরল সমন্বয় সৃষ্টি করছে, যা জীবনের নানা ক্ষেত্রে স্থায়ী সাফল্যের ইঙ্গিত দেয়। এই সময়ে ভাগ্যের উপর নির্ভর না করে সঠিক পরিকল্পনা, ধৈর্য ও বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ করলে সুফল আরও স্পষ্টভাবে পাওয়া যাবে। বিশেষ করে কর্মজীবন, ব্যবসা ও আর্থিক বিষয়ে যাঁরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছেন, তাঁদের জন্য এই যোগ নতুন সুযোগ ও ইতিবাচক পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। সচেতনভাবে এই সময়কে কাজে লাগাতে পারলে ভবিষ্যতের পথ আরও সফল হয়ে উঠবে।
