আজকাল ওয়েব ডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। গ্রহের গোচরের সরাসরি প্রভাব বিভিন্ন রাশির উপরে পড়ে। এই পুজোর সময়েও শুক্র এবং মঙ্গল স্থান পরিবর্তন করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দুর্গাপুজোয় এই দুই গ্রহ রাজযোগ তৈরি করছে। আজ ৮ অক্টোবর পঞ্চমীতে শুক্র এবং মঙ্গল তৈরি করবে নব পঞ্চম যোগও। যার ফলে কয়েকটি রাশির উপচে পড়বে টাকা, বাড়বে সুখ-সম্বৃদ্ধি। আপনি রয়েছে সেই তালিয়ায়? জেনে নিন।
মেষ রাশি: পুজোর সময় তৈরি হওয়া এই বিশেষ যোগ মেষ রাশির জন্য শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, বাড়তে পারে বেতন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। কর্মসূত্রে বাইরে ভ্রমণে যেতে পারেন।
সিংহ রাশি: এই রাশির শুভ সময় আসতে চলেছে। চাকরিপ্রার্থীরা চাকরি পেতে পারেন। পেশাগত জীবনে দারুণ উন্নতির সুযোগ রয়েছে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
তুলা রাশি: চাকরিপ্রার্থীরা ভাল চাকরি পেতে পারেন। এই সময়টা কেরিয়ারের জন্য শুভ। নব পঞ্চম যোগ তুলা রাশির জাতক জাতিকাদের জন্যও ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী নতুন কোনও বিনিয়োগ করতে পারেন।
