জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহরা উদয় বা অস্ত যায়, যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আজ বুধ অস্ত যাওয়ায় চার রাশির জীবনে নেতিবাচক বদল আসতে চলেছে।


গ্রহ অস্ত যাওয়ার ধারণাটি জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর অর্থ হল, যখন একটি গ্রহ সূর্যের খুব কাছাকাছি চলে আসে, তখন সূর্যের তেজ এতটাই বেশি থাকে যে, সেই গ্রহটিকে আর দেখা যায় না। একেই গ্রহের অস্তগমন বলা হয়। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কোনও গ্রহ অস্ত গেলে তাঁর শুভ শক্তি নষ্ট হয়। 


সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। আজ ২৪ জুলাই কর্কট রাশিতে অস্ত যাচ্ছে বুধ। এরপর ৯ আগস্ট উদিত হবেন গ্রহের রাজকুমার। বর্তমানে কর্কট রাশিতে বুধ ও সূর্য বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে৷ বুধ অস্ত যাওয়ায় বেশ কিছু রাশির দুর্ভাগ্য বয়ে আনতে পারে৷ কারা সতর্ক না হলেই বিপদে পড়বেন? জেনে নিন- 

মিথুন: বুধের প্রভাবে মিথুন রাশির দুঃসময় আসতে চলেছে। এই সময়টায় রাগ নিয়ন্ত্রণ করুন। অন্যথায় বিবাদে জড়াতে পারেন। অচেনা কাউকে দ্রুত বিশ্বাস করবেন না। আর্থিক সঙ্কটে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খাদ্যাভ্যাস ঠিক না রাখলে বড়সড় রোগে ভুগতে পারেন। খুব কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। জীবনের প্রতিটি পদে সতর্ক থাকুন। আত্মবিশ্বাস দুর্বল থাকবে৷ কোনও ষড়যন্ত্রে মান-সম্মানে আঘাত লাগতে পারে।


কর্কট: বুধ অস্ত গিয়ে কর্কট রাশির জীবন দুর্বিষহ করে তুলবে। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। চাকরিতে অর্থ ও পদ উভয়ই হারাতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের তিক্ততা হতে পারে। সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন৷ তবে যে কোনও সিদ্ধান্ত মাথা ঠান্ডা করে নিতে হবে৷ নচেৎ পরে পস্তাতে পারেন।আর্থিক সমস্যায় পড়বেন। বেহিসাবি খরচ বন্ধ রাখুন। সম্পত্তি সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। 


কন্যা: গ্রহের রাজকুমার অস্ত যাওয়ায় পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কন্যা রাশির জাতক-জাতিকারা। অসাবধান হলে খোয়াতে পারেন অর্থ। অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব হারানোরও ভয় রয়েছে। কাজের মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। সামান্য কারণে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। স্বাস্থ্যের প্রতি নজর থাকুন, দীর্ঘস্থায়ী রোগে ভুগতে পারেন। পেটের সমস্যায় ভুগতে পারেন। বুঝেশুনে ব্যবসায়িক সিদ্ধান্ত নিন।


মকর: বুধের অশুভ প্রভাবে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। নানা রকম ঝামেলায় জড়াতে পারেন মকর রাশির মানুষেরা। সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। সম্পর্কে চিড় ধরতে পারে। বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ সঙ্গীর সঙ্গে ভেবেচিন্তা কথা বলুন। মুখের কথার জন্য পরে আফসোস হতে পারে। হাড়ের ব্যথা ও ত্বকের সমস্যায় ভুগতে পারেন। মানসিক চাপ বাড়বে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নিজে গাড়ি চালালে সাবধানে চালান। সরকারি কাজ আটকে যেতে পারে।