আজকাল ওয়েবডেস্ক: পুজো মানেই নতুন জামা পরে মণ্ডপে ঠাকুর দেখার পালা। সকাল থেকে রাত – চলে প্রাণ খোলা আনন্দ আর হইহুল্লোড়। এসব করতে গিয়ে ত্বকে ট্যান পড়া অস্বাভাবিক নয়। নিঁখুত সাজের জন্য ট্যানের মোকাবিলা তো করতেই হয়। স্যাঁলো, পার্লারের ভিড় এড়িয়ে বাড়িতে ঘরোয়া ফেসপ্যাকেই করুন এই সমস্যার সমাধান। কীভাবে? রইল হদিশ। বিটরুট এবং দই ফেস প্যাক তৈরি করতে লাগবে একটা বিট আর দু'টেবিল চামচ টকদই। বিট ভাল করে পেস্ট করে নিয়ে রসটা আলাদা করে নিন। তাতে ফেটানো টকদই মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মিশ্রণটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন। তাহলেই রোদেপড়া দাগ হবে ভ্যানিশ। বিটের প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য ত্বকের ট্যান কমাতে সাহায্য করে। দই একটি শীতল প্রভাব সরবরাহ করে এবং ত্বককে প্রশমিত করতে সাহায্য করে। পাশাপাশি প্রাকৃতিকভাবে এক্সফোলিয়েট করে। এছাড়াও বিটের রসের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে তৈরি করে ফেলুন ঘরোয়া টোনার। স্নানের আগে মুখে, ঘাড়ে, হাতে ভাল করে লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। নিমেষেই ট্যান উধাও হবে। ত্বকে যদি কোনও অ্যালার্জি হয় হঠাৎ করে, তবে বিটের রসের সঙ্গে হলুদগুঁড়ো মিশিয়ে নির্দিষ্ট স্থানে ব্যবহার করুন। হলুদের অ্যান্টিসেপ্টিক গুণ এই সমস্যা থেকে আপনাকে দেবে রেহাই।
