আজকাল ওয়েবডেস্কঃ গবেষণায় দেখা গিয়েছে, বাতকর্ম সুস্থতার লক্ষণ। তবুও বাতকর্ম নিয়ে আমাদের সকলের মনেই রয়েছে কম-বেশি খুঁত খুঁতানি। বাতকর্মের নাম শুনলেই নাক সিঁটকানোর মানুষ কম নেই। বিশেষত, বাতকর্ম যদি অত্যধিক হয় তাহলে লজ্জিত বোধ করেন অনেকেই! তবে উপায় না থাকলেও ঘরে-বাইরে সর্বত্র, বাতকর্মের গন্ধ প্রায়ই নাকে আসে। কিন্তু জানেন কি বাতকর্মের জেরে আপনি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। শুনতে অবাক লাগলেও তেমনটাই যে হয়েছে এক তরুণীর সঙ্গে। ভয়ঙ্কর সংক্রমণে বছরের পর বছর ভুগেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে ক্রিস্টিন কনেলের জীবনে। ওই মার্কিন কনটেন্ট ক্রিয়েটর দাবি করেছেন, মুখের সামনে বাতকর্ম করেছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক। আর তার জেরেই তিনি সাত বছর ধরে সাইনাস ইনফেকশনে ভুগেছেন। ক্রিস্টিন জানিয়েছেন, ২০১৭ সালে গোড়ালির অস্ত্রোপচারের পর তিনি একদিন এক হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। আচকাই তাঁর প্রেমিক পোশাক পরিবর্তনের সময় মুখের সামনে বাতকর্ম করেন। এরপর থেকে তরুণীর নাক বন্ধ হয়ে যায়। সঙ্গে মুখে ব্যথা ও গুরুতর সাইনাস সংক্রণের সমস্যায় পড়েন তিনি।
প্রাথমিকভাবেই কিছুতেই ক্রিস্টিনের রোগ ধরতে পারছিলেন না চিকিৎসকেরা। বছরের পর বছর চিকিৎসা এবং বহু পরীক্ষা-নিরীক্ষার পর, চিকিৎসকরা তরুণীর সাইনাস থেকে ই. কোলাই (E. coli) ব্যাকটেরিয়া শনাক্ত করেন। যা সাধারণত অন্ত্রের ব্যাকটেরিয়া এবং সাইনাস ইনফেকশনে এটি সচরাচর দেখা যায় না। ক্রিস্টিনের দাবি, এই ব্যাকটেরিয়া তাঁর প্রেমিকের বাতকর্মের মাধ্যমে তার নাকে প্রবেশ করেছে। জানা যায়, এই ঘটনার কিছুদিনের মধ্যে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদও হয়ে যায় ক্রিস্টিনের।
যদিও ক্রিস্টিনের দাবির সত্যতা নিয়ে সন্দিহান চিকিৎসকরা। তরুণীর এক চিকিৎসক ডা. ফ্র্যাঙ্কলিন জোসেফের মতে, "বাতকর্মের মাধ্যমে ই. কোলাই সাইনাসে পৌঁছনো বৈজ্ঞানিকভাবে অসম্ভব।" তিনি ব্যাখ্যা করেন, ই. কোলাই সাধারণত দূষিত খাবার, জল বা সরাসরি মল সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে নয়। এছাড়া অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে সংক্রমণ কিংবা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে এই ব্যাকটেরিয়া সাইনাসে প্রবেশ করতে পারে।
ক্রিস্টিন নিজেও স্বীকার করেছেন যে, অস্ত্রোপচারের সময় বা হাসপাতাল থেকে তাঁর সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু তাঁর প্রেমিকের বাতকর্মের দাবিও একেবারে উড়িয়ে দেননি তিনি। এদিকে ক্রিস্টিনের ঘটনা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকরা। তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল এবং সাধারণত এটি উদ্বেগের কারণ নয়।
