আজকাল ওয়েবডেস্ক: কে বলে বাম্বেল, টিন্ডারের মতো ডেটিং অ্যাপ শুধুমাত্র নতুন প্রজন্মের তরুণ তরুণীদের জন্য? জীবনের সন্ধ্যায় পৌঁছানো বৃদ্ধ ব্যক্তিরাও যে টিন্ডারে জীবনসঙ্গিনী করতে পারেন, তারই নজির বললেন ব্রিটেনের এক ৭৯ বছর বয়সি ব্যক্তি। তাও তিনি যে সে মানুষ নন। নাইটহুড উপাধি প্রাপ্ত এক ধনকুবের, নাম স্যর বেঞ্জামিন স্লেড।
ব্রিটেনের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ৭৯ বছরের স্লেড ডেটিং অ্যাপ টিন্ডারে এমন কাউকে খুজছেন যিনি তরুণ এবং ‘প্রজননে দক্ষ’। বেঞ্জামিন এমনই একজন তরুণীর সঙ্গে একটি পুত্র সন্তানের জন্ম দিতে চান। সেই সন্তানকেই তিনি নিজের বিশাল ধনসম্পদ এবং সমারসেট-এ ১৩০০ একরের বিশাল এস্টেট দিয়ে যাবেন। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও একজন স্ত্রী চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন বেঞ্জামিন। জানিয়েছিলেন, তাঁর সঙ্গেই দুই পুত্রসন্তানের জন্ম দিতে চান তিনি।
স্যর বেঞ্জামিন স্লেডের জন্ম ১৯৪৬ সালে। এর আগে তাঁর বিবাহ হলেও কোনও সন্তান হায়নি। সেজন্যই তিনি নতুন করে বিয়ে করার কথা ভাবছেন বলে খবর। সম্প্রতি একটি টিভি চ্যানেলে এই বিষয়ে মুখ খোলেন তিনি। বেঞ্জামিন বলেন, “আমার মনে হয় না আমি সন্তান ধারণের জন্য খুব একটা বুড়ো। তাছাড়া আমার নয় মাসের শুক্রানু একটি স্পার্মব্যাংক-এ জমা করা আছে। প্রয়োজন হলে সেই শুক্রাণু ব্যবহার করা যেতে পারে।”
কিছুদিন আগেই বেঞ্জামিনের এক কর্মচারী তাঁকে ডেটিং অ্যাপ টিন্ডারের কথা জানান। বিষয়টির সম্পর্কে জানা মাত্রই আগ্রহী হয়ে ওঠেন ধনকুবের। তড়িঘড়ি নিজের একটি অ্যাকাউন্ট খুলে ফেলেন সেখানে। তবে নিজের বয়স সম্পর্কে মিথ্যে তথ্য দেন তিনি। প্রাথমিক ভাবে বয়স হিসাবে ৫৬ বছর ব্যবহার করা হয় সেখানে। তাঁর কর্মচারী জানিয়েছেন, নিজের বয়স যতই হোক না কেন। নিজের জন্য তরুণী ভার্যা চান তিনি। তাঁর হবু স্ত্রীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে। এমনটাই দাবি ধনকুবেরের।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
প্রাথমিক ভাবে কাউকে তেমন একটা পছন্দ না হলেও শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কবি এবং গীতিকার সাহারা সানডে স্পেনকে মনে ধরে বেঞ্জামিন। সাহারা তাঁর চেয়ে ৪৬ বছরের ছোট। সাহারা যখন অন্তঃসত্ত্বা তখন বিয়ে করার তোড়জোড় শুরু করেন দু’জনে। সব প্রস্তুতি যখন সম্পন্ন, সাহারা নতুন বউ হওয়ার জন্য তৈরি, তখনই প্রকাশ্যে আসে নতুন এক খবর। দেখা যায় অন্তঃসত্ত্বা সাহারার গর্ভে যে সন্তান রয়েছে সে ছেলে নয়, মেয়ে!
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
খবরটি জানতে পেরে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন বেঞ্জামিন। বেঞ্জামিন-এর ঘনিষ্ঠ সূত্রের খবর মেয়ে হবে শুনেই বেজায় ‘বিড়ম্বনায়’ পড়েছেন ধনকুবের। এতদিন পর সন্তানের মুখ দেখতে চলেছেন, কিন্তু মেয়েকে নিয়ে কোনও আগ্রহই নেই তাঁর। নিজের উত্তরসূরি হিসেবে ছেলেই চাই তাঁর। বিষয়টি শুনে খুবই ভেঙে পড়েছেন সাহারা। তিনি জানিয়েছেন, বেঞ্জামিন যে পুত্রসন্তান চান, সে কথা তাঁর অজ্ঞাত নয়। কিন্তু তাই বলে মেয়ের সঙ্গে এমন ব্যবহার ‘অত্যন্ত লজ্জাজনক’।
তবে এই ঘটনার পরেই দুর্ভাগ্যের ছায়া নেমে বেঞ্জামিনের জীবনে। ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার তাঁর আট পুরুষের বিশাল সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে একটি বড় হোটেল সংস্থা তাঁর এই সম্পত্তি অধিগ্রহণ করতে চায়। তাঁদের সঙ্গে কথা বার্তাও নাকি চলছে ৭৯ বছরের বেঞ্জামিনের। শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।
