আজকাল ওয়েবডেস্ক: কলকাতা শহরে সকাল,বিকেল বাস স্টপেজের দিকে লক্ষ্য করলেই দেখা যাবে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছেন, গন্তব্যে পৌঁছনোর বাসের জন্য। অনেকেই একপ্রকার ঝুলতে ঝুলতে পৌঁছন অফিসে। এবার নিত্যযাত্রীদের সুরাহা হবে কিছুটা। সেই খবরই জানাল উবের। উবের এতদিন শহরে বাইক কিম্বা ক্যাব পরিষেবায় দাপিয়ে বেড়িয়েছে। তবে এবার কলকাতায় বাস চালাবে উবের। অর্থাৎ এবার থেকে অ্যাপের মাধ্যমে ক্যাবের বদলে বাস বুক করে অফিস কাছারি পৌঁছে যেতে পারবেন সাধারণ মানুষ। বুধবার, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য পরিবহন দপ্তরের সঙ্গে মউ সাক্ষরিত হয়েছে উবেরের। উবরের পক্ষ থেকে ২০২৫ পর্যন্ত বাংলায় প্রায় ৮৩ কোটি বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়েছে । পরিকল্পনা মাফিক কাজ এগোলে ২০২৪ এর শুরু থেকেই এই পরিষেবা পেতে পারেন শহরের মানুষ। এই বিরাট উদ্যোগে হবে ব্যাপক হারে কর্মসংস্থান। মনে করা হচ্ছে আগামী ৫ বছরে রাজ্যে অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। অন্যদিকে ব্যাপক সুবিধা হবে নিত্য যাত্রীদের। সময় থাকতে বুক করে নিতে হবে নিজেদের নির্দিষ্ট সময়ের সিট। ঝুলে, ঘেমে নেওয়া অফিস যাওয়া দূরের কথা, দাঁড়িয়ে যেতে হবে না কাউকে। রোদ, জল মাথায় নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না বাসের জন্য। সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে এই পরিষেবা। পরিবহন সচিব সৌমিত্র মোহন এই নয়া উদ্যোগ প্রসঙ্গে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের উন্নতির জন্য প্রতিশ্রুতি বদ্ধ।
