আজকাল ওয়েবডেস্ক : টেকনো গ্লোবাল হাসপাতালের পক্ষ থেকে শুক্রবার বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। এইডস সম্পর্কে সচেতনতার প্রচার করা হয় এদিন মিছিল থেকে। চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা এদিনের মিছিলে অংশগ্রহণ করেন। এইচআইভি আক্রান্তদের পাশে সর্বদাই রয়েছে টেকনো গ্লোবাল হাসপাতাল। তাদের সঠিক চিকিৎসা থেকে শুরু করে সেবাযত্ন সবই করা হয় টেকনো গ্লোবাল হাসপাতালে। এইডস সম্পর্কে সচেতনতাই এর মূল প্রতিকার। এদিনের মিছিল থেকে সেই বার্তাই দিল টেকনো গ্লোবাল হাসপাতাল।
