আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে ফের মেট্রো বিভ্রাট ব্লু লাইনে। জানা গিয়েছে, প্রায় আধঘন্টা ধরে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে মেট্রো।

সকাল সকাল পরিষেবায় বিঘ্ন ঘটায় সমস্যার মুখে পড়েছেন যাত্রীরাও। ছুটির দিন হলেও প্রচুর মানুষ ঘুরতে বেরিয়ে পড়েন এদিন। সকাল সকাল ঘুরতে যাওয়ার মুখে এই ঘটনা ঘটায় সমস্যার মুখে যাত্রীরা।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের ঠিক আগে আপ লাইনে হঠাৎ জরুরি ব্রেক প্রয়োগ করায় মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটে।

এই ঘটনার জেরে নিরাপত্তার স্বার্থে আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে সীমিত পরিসরে মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। ঘটনাস্থলে যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামানোর কাজ চলছে।

ওই রেক থেকে যাত্রী সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।জরুরি ব্রেক কেন প্রয়োগ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সম্পূর্ণ পরিষেবা পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।