আজকাল ওয়েবডেস্ক: সিপিএম থেকে সাসপেন্ড করা হল তন্ময় ভট্টাচার্যকে। মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে কড়া সমালোচনার মুখে পড়তে হয় সিপিএম নেতাকে। এরপরেই রবিবার বিকেলে দলের তরফে সাসপেন্ড করা হয় তন্ময় ভট্টাচার্যকে। এরপরেই আজকাল ডট ইনের তরফে ফোন করা হয় সিপিএম নেতাকে।

 

 

এক কথাতেই তিনি শুধু উত্তর দেন, 'আমি স্তম্ভিত!' এদিন ঘটনার পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানান, 'এই ধরনের ঘটনাকে দল কোনোভাবেই সমর্থন করে না। আমাদের অভ্যন্তরীণ তদন্ত কমিটি আছে।

 

 

তবে ব্যবস্থা নিতে কিছুটা সময় তো লাগে। তার আগে আমরা ওকে দল থেকে সাসপেন্ড করব।' তবে কতদিনের জন্য সাসপেন্ড তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। মহম্মদ সেলিম জানিয়েছেন, ইন্টারনাল কমপ্লেন কমিটির সঙ্গে কথা বলে সব কিছু ঠিক করা হবে।

 

উল্লেখ্য, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। সেখানেই তিনি বিস্ফোরক অভিযোগ আনেন তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। জানান, এদিন তাঁর সিপিএম নেতার সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মত তিনি সিপিএম নেতার বাড়িতে পৌঁছে যান। কিন্তু ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু তাঁর কোলে বসে পড়েন।

 

 

ওই তরুণী সাংবাদিক আরও জানিয়েছেন, মাঝে মধ্যেই মাত্রা ছাড়িয়ে ইয়ার্কি-ঠাট্টা করতেন তন্ময় ভট্টাচার্য। এদিন ইয়ার্কির বিষয়টা মাত্রা ছাড়িয়ে যাওয়ায় ফেসবুক লাইভ করেন তিনি। ওই তরুণী সাংবাদিক ইতিমধ্যেই বরানগর থানায় এফআইআর দায়ের করেছেন। আজকাল ডট ইনকে তিনি জানিয়েছেন, 'আমি বুঝতে পারিনি উনি এরকম করবেন। আমি চাই গোটা ঘটনার তদন্ত হোক।'