আজকাল ওয়েবডেস্ক : আরজিকর কাণ্ডের পর থেকেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রথমে আরজিকর হাসপাতাল চত্বরে আর এবার সেক্টর ফাইভের স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ-অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই কর্মবিরতির ফলে ইতিমধ্যেই মারা গিয়েছেন ২৯ জন সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্যেই এই ২৯ জনের জীবনহানি ঘটেছে। এই সমস্ত মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথাও জানালেন।
প্রসঙ্গত, স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ-অবস্থানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার সেখান থেকে তাঁরা নবান্নে আসেন। তবে লাইভ স্ট্রিমিংয়ের দাবি না মানায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে যায়। এরপরই সাংবাদিকদের জুনিয়র চিকিৎসকরা জানান তাঁদের অবস্থান চলবে।
কেন লাইভ স্ট্রিমিং সম্ভব নয় বৃহস্পতিবার সেই ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী জানান, 'বিষয়টি আদালতের বিচারাধীন। সুপ্রিম কোর্ট যেটা করতে পারে সেটা আমরা করতে পারি না। কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে ভিতরে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। বিচারাধীন থাকলে কিছু নিয়ম মানতে হয়।'
