আজকাল ওয়েবডেস্ক: পুজোর পরেও ডেঙ্গি-আতঙ্ক রাজ্যজুড়ে। ডেঙ্গিতে এবার প্রাণ গেল এসএসকেএমের এক ডাক্তারি পড়ুয়ার। মৃতের নাম, অনিমেষ মাখি। তিনি এসএসকেএমে অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া ছিলেন। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষ। এসএসকেএমেই তিনি চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ মৃ্ত্যু হয় তাঁর।
অন্যদিকে ডেঙ্গিতে প্রাণ হারালেন হাওড়ার আরও এক বাসিন্দা। মৃতের নাম, নিতু সিং। ৩১ বছরের ওই গৃহবধূ হাওড়া পুরসভার ১৭ নাম্বার ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৪ অক্টোবর জ্বরে আক্রান্ত হন নিতু। প্রথমে হাওড়ার হাসপাতালে, পরবর্তীতে তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে | সেখানেই বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ করা হয়েছে।