আজকাল ওয়েবডেস্ক: বিশ্বব্যাপী শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। আমেরিকার ইলিনয়ের ব্র্যাডলি ইউনিভার্সিটির সঙ্গে স্বাক্ষরিত হয়েছে একটি মৌ। দুই শিক্ষা প্রতিষ্ঠান মিলে একটি আন্তর্জাতিক প্রোগ্রাম শুরু করতে চলেছে শীঘ্রই। এই উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক শিক্ষা বিনিময়, বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, গণিত এবং চিকিৎসা ক্ষেত্রে। শীঘ্রই উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়কে এই উদ্যোগের অন্তর্ভুক্ত করা হবে।
এসএনইউ-এর অধ্যক্ষ শ্রী সত্যম রায়চৌধুরী, বিশিষ্ট অতিথি মার্কিন কনসাল জেনারেল ক্যাথে জাইলস-ডিয়াজ এবং আমেরিকান সেন্টারের পরিচালক এলিজাবেথ লি-র উপস্থিতিতে বৃহস্পতিবার মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানটিতে ব্র্যাডলি ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। এই উদ্যোগ শিক্ষার্থীদের কমপক্ষে দুই বছর বিদেশে পড়াশোনা, কাজ করার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা-সহ দ্বৈত ডিগ্রি অর্জনের সুযোগ দেবে।
ব্র্যাডলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মেরি কনওয়ে দাতো-অন, অধ্যাপক প্রসাদ শাস্ত্রী এবং অধ্যাপক রাজ আইয়ার-সহ প্রখ্যাত শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই স্মরণীয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এসএনইউ-এর উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইও ড. শঙ্কু বোস, এসএনইউ-এর সহ-উপাচার্য (প্রশাসন) সুপ্রতিম সেন, এসএনইউ-এর রেজিস্ট্রার অধ্যাপক সুমন চ্যাটার্জী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকরা।
এই প্রোগ্রাম ভারতে বিশ্বমানের শিক্ষার মান প্রবর্তনের মাধ্যমে বাংলাকে একটি বিশ্বব্যাপী প্রযুক্তি কেন্দ্র হিসেবে মর্যাদা প্রদানের জন্য প্রস্তুত। ইন্ডাস্ট্রি ৫.০-এর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগটি অত্যন্ত দক্ষ কর্মী তৈরি করতে প্রস্তুত। যা শিক্ষা এবং শিল্পের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে।
