আজকাল ওয়েবডেস্ক: গুরুত্বপূর্ণ মামলা। তাও দেরি করে আদালতে আসার অভিযোগ সিবিআইয়ের আইনজীবীর বিরুদ্ধে! শুক্রবার শিয়ালদহ আদালতে আরজি কর হাসপাতালের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শুনানির জন্য ভার্চুয়ালি হাজির করানো হলেও অভিযোগ, দীর্ঘক্ষণ সেখানে ছিলেন না সিবিআইয়ের আইনজীবী। অপেক্ষা করে বিচারক আর নিজের বিরক্তি চেপে রাখতে পারেননি।
সরাসরি তাঁর প্রশ্ন, তবে কি এই মামলাতে জামিন দিয়ে দেব? আদালতের একটি সূত্র জানায়, নির্ধারিত সময়ের অন্তত ৪০ মিনিট পর সিবিআইয়ের আইনজীবী আদালতে উপস্থিত হন। যদিও শুনানি শেষে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জানা গিয়েছে, এ দিন এই মামলার শুনানি শুরু হওয়ার পর বিচারক জানতে চান, সিবিআইয়ের আইনজীবী কোথায়? তখন আদালত কক্ষে উপস্থিত সিবিআইয়ের এক মহিলা আধিকারিক জানান, তিনি মামলার সহকারী তদন্ত আধিকারিক হিসেবে কাজ করছেন। বিচারক জানতে চান, সিবিআইয়ের আইনজীবী কোথায়?
এরপর আইনজীবীর খোঁজ করেন ওই মহিলা আধিকারিক নিজে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিনি জানান, আইনজীবী আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। তখনই বিরক্ত বিচারক বলেন, তাহলে তিনি এই মামলায় জামিন দেবেন কি না। অভিযোগ, শেষপর্যন্ত প্রায় ৪০ মিনিট পর আদালত কক্ষে প্রবেশ করেন সিবিআইয়ের আইনজীবী।
