আজকাল ওয়েবডেস্ক: ২১৮ রবীন্দ্র সরণী। কলকাতার বড়বাজার এলাকার ঠিকানা। ওই ঠিকানা ললিত ঝার। যাকে সংসদে হামলা কাণ্ডে হন্যে হয়ে খুঁজছে দিল্লি পুলিশ। সংসদ হামলার ঘটনায় মূলত ৬ জন জড়িয়ে রয়েছে, তা জানা গিয়েছিল আগেই। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। অন্য এক জনের খোঁজ চলছে। আর সেই একজনের খোঁজ করতে গিয়েই সংসদ কাণ্ডে উঠে আসছে বাংলা যোগের কথা। কারণ, সংসদে আক্রমণ কাণ্ডে জড়িত ললিত ঝার এখনও খোঁজ মেলেনি ঠিকই, তবে জানা গিয়েছে, এই ললিত সংসদের হামলার ভিডিও পাঠিয়েছিল বাংলার এক যুবককে। ওই যুবকের নাম নীলাক্ষ আইচ। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে নীলাক্ষ জানিয়েছে, এই বছরের এপ্রিলেই তার পরিচয় হয় ললিতের সঙ্গে। নীলাক্ষ নিজে কাজ করে পুরুলিয়ার আদিবাসীদের নিয়ে, তার একটি স্বেচ্ছাসেবী সংগঠনও রয়েছে। নীলাক্ষর কথায় জানা গিয়েছে, ললিত তাকে জানিয়েছিল সে কলকাতাতেই থাকে, এমনকি তার অনুরোধে ললিত তার স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত হয় বলে জানা গিয়েছে। কলকাতার বড়বাজারে ললিতের যে ঠিকানার হদিশ মিলেছে, সেখানে তার কোনও খোঁজ মেলেনি। খোঁজ চলছে ললিতের। নীলাক্ষ যদিও এখনও পর্যন্ত ললিত প্রসঙ্গে এর থেকে বেশি কোনও তথ্য জানায়নি। তবে বেলায় বেলায় যেভাবে সংসদ হামলা কাণ্ডে একের পর এক তথ্য সামনে আসছে, তাতে বাংলার ছেলের যোগ নিয়ে প্রশ্ন উঠছে একগুচ্ছ। সেই যোগাযোগের বিষয়ে তদন্ত চালাতেই বৃহস্পতিবার রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর বেশ কয়েকজন অফিসার হাজির হয়েছিলেন নীলাক্ষ আইচের হালিশহরের বাড়িতে। ললিতের সঙ্গে নীলাক্ষর যোগাযোগ কীভাবে? কী তথ্য রয়েছে নীলাক্ষর কাছে, সূত্রের খবর সেসব প্রসঙ্গেই ঘন্টাখানেক তদন্ত, জিজ্ঞাসাবাদ চলেছে। সূত্রের খবর নীলাক্ষর ফোনও সার্চ করা হয়েছে তথ্যের সন্ধানে।