আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার মামলায় সক্রিয় সিবিআই। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই সমস্ত মামলা চলাকালীন সিবিআইয়ের কলকাতা শাখায় ঘটল বড়সড় রদবদল। কলকাতা শাখার অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ থেকে সরিয়ে দেওয়া হল ডিআইজি জয়দেবনকে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন পঙ্কজ কুমার সিং।

সিবিআই সূত্রে খবর, জয়দেবনকে দিল্লিতে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে একাধিক মামলার কিনারা করতে তৎপর সিবিআই। তদন্তে নেমে উঠে এসেছে একের পর এক বড় নাম। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী। তদন্তের গতি প্রকৃতি নিয়ে আদালতে ভর্ৎসনা শুনতে হয়েছে সিবিআইকে। সূত্রের খবর, মামলায় গতি আনতেই দক্ষ অফিসার পঙ্কজ কুমার সিংকে নিয়ে আসা হয়েছে।