আজকাল ওয়েবডেস্ক: দুপুর থেকে ভোগান্তির পর অবশেষে প্রায় ৫ ঘন্টা পর চালু হল দমদম-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা। দীর্ঘক্ষণ ধরে এই লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। নোয়াপাড়া এবং বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে যান্ত্রিক সমস্যার জন্য বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। দুপুরে বহু স্কুল, অফিস ছুটি হয়। ফলে বেকায়দায় পড়েন ছাত্র-ছাত্রীরা। মেট্রোর পক্ষ থেকে বলা হয়েছে, দুপুর ২ টো ৫ মিনিট নাগাদ নোয়াপাড়া এবং বরাহনগর স্টেশনের মাঝে আপের তৃতীয় লাইনে গোলযোগ ধরা পড়ে। মেরামত করে ফের চালু হয় মেট্রো। স্বস্তি ফিরল যাত্রীদের মধ্যে।
