আজকাল ওয়েবডেস্ক: এঁরা যোগ্য উপযুক্ত। জটিলতার জন্য এঁদের চাকরি আটকে আছে। শনিবার মেয়োরোডে গান্ধীমূর্তির পাদদেশে এসএলএসটিতে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে গিয়ে একথা বলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
এক, দুই নয়। এদিন এই প্রার্থীদের অবস্থান পা দিল ১০০০ তম দিনে। এই দিনটিতে তাঁদের দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে মস্তক মুণ্ডন করেন দুই চাকরি প্রার্থী। চোখে জল নিয়ে এক মহিলা প্রার্থীকে দেখা যায় মস্তক মুণ্ডন করতে।
এদিন সকাল থেকেই সরগরম ছিল এই মঞ্চ। সিপিএম, কংগ্রেস, বিজেপি সকল দলের নেতৃত্বই গিয়ে উপস্থিত হন ধর্নামঞ্চে। কথা বলেন প্রার্থীদের সঙ্গে। এই অবস্থায় ঘটনাস্থলে পৌঁছন কুণাল। তাঁর দাবি, "টেলিভিশনে মাথা কামানো দেখে আমি এসেছি কথা বলতে।"
কুণাল যখন ঢোকেন তখন ঘটনাস্থলে কিছুটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। কিছুটা দূরে বক্তব্য পেশ করেছিলেন সিপিএম নেতা বিমান বসু। তিনি থেমে যান।
পরে তিনি বলেন, "আমরা যখন এসেছি তখন বিজেপি ছিল বলে আমরা আসিনি। বাকিদেরও অপেক্ষা করা উচিত ছিল।"
এদিন বেশ কিছুক্ষণ ধরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন কুণাল। পরে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী চান এঁদের চাকরি হোক। জটিলতার জন্য আটকে আছে চাকরি। বিষয়টি আদালতেও গড়িয়েছে। গোটা বিষয়টির সমাধান সূত্র বের করতে আগামী সোমবার বিকেল ৩টেয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এঁরা বৈঠকে বসবেন।"
এরপরেই কুণাল বলেন, "সরকার যদি ভুল করে থাকে তবে সরকারের তরফেই প্রায়শ্চিত্ত করা হবে।"