আজকাল ওয়েবডেস্ক: অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সচল হয়নি মেট্রো পরিষেবা। সময় মত মেট্রো না ধরতে পারায় স্টেশনে বাড়ছে সাধারণ মানুষের ভিড়। দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত আপাতত বন্ধ রয়েছে মেট্রো। জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
অফিস টাইমে হঠাৎ এই সমস্যা দেখা দেওয়ায় দমদম, বরাহনগরের মত স্টেশনগুলিতে চোখে পড়েছে ভিড়। গিরীশ পার্ক থেকে যেহেতু পরিষেবা সচল রয়েছে সে কারণে অনেকেই গিরীশ পার্ক পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন। কবি সুভাষ থেকেও মেট্রো আসছে গিরীশ পার্ক পর্যন্তই। এদিন সকালে স্টেশনগুলিতে কলকাতা মেট্রোর তরফে ঘোষণা করে দেওয়া হয় যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো বন্ধ রয়েছে। পরিষেবা কখন স্বাভাবিক হবে তাও পরিষ্কার করে জানানো হয়েছে। বলা হয়েছে, পরিষেবা সচল হওয়া মাত্রই ঘোষণা করে দেওয়া হবে।
